Biman Bose: ৮৫ বছর বয়সেও নিজের পোশাক নিজেই কাচেন, সাদা ধবধবে বিমানের ‘পোশাক’

Biman Bose: পার্টির হোলটাইমার। পার্টি অফিসেই থাকেন বিমান বসু। এখন বামফ্রন্টের চেয়ারম্যান তিনি। একসময় সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্বও সামলেছেন।

Biman Bose: ৮৫ বছর বয়সেও নিজের পোশাক নিজেই কাচেন, সাদা ধবধবে বিমানের পোশাক
বিমান বসুImage Credit source: Social Media

Apr 29, 2025 | 10:12 PM

কলকাতা: বয়স পঁচাশি। কিন্তু, তাঁকে দেখে কে সেকথা বলবেন। এখনও রাজ্যের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়ান। হ্যাঁ ছুটেই বেড়ান। আর এখনও নিজের পোশাক নিজেই কাচেন। সেগুলো পরিপাটি করে রাখেন। সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসুর জীবনযাত্রা আজও বাম কর্মী-সমর্থকদের কাছে আদর্শের। বিরোধীরাও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়নি কখনও।

সাদা চুল। পোশাকও ধবধবে সাদা। নিজের হাতে পোশাক গুছিয়ে ব্যাগে ভরছেন বিমান বসু। সিপিএমের একটি সোশ্যাল মিডিয়া থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। আর পোস্টে বলা হয়েছে, দলের সম্মেলনে বোলপুরে গিয়েছিলেন। সেখানেই তিনদিন ছিলেন। ওইসময় নিজের পোশাক নিজেই কেচেছেন তিনি। তারপর ফেরার পথে পরিপাটি করে ব্যাগে নিজেই ভরেন তিনি।

বিমান বসু সিপিএমের হোলটাইমার। অকৃতদার। পার্টি অফিসেই থাকেন। এখন বামফ্রন্টের চেয়ারম্যান তিনি। একসময় সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্বও সামলেছেন। বাম নেতাদের বক্তব্য, ৩৪ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকলেও তাঁর বিরুদ্ধে কেউ কখনও দুর্নীতির অভিযোগ তোলেনি। বিমান বসু অবশ্য নিজে কখনও মন্ত্রী হননি। কিন্তু, দলের একজন শীর্ষ নেতা তিনি। সিপিএমের বক্তব্য, দল কতটা স্বচ্ছ, বিমান বসুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না ওঠাই তার প্রমাণ।

সিপিএমের বক্তব্য়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রী-কর্মীরা এলাহি জীবনযাপন করছেন। সেখানে এই সাদা পাঞ্জাবি, ধুতিতে কেউ একফোঁটা দুর্নীতির কালি ছুড়তে আগেও পারেনি, আজও পারবে না। দুর্নীতিমুক্ত এই ধুতি-পাঞ্জাবি শত ধুলোর পরেও ধবধবে।