
কলকাতা: ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির কাচ ভাঙার অভিযোগ। উল্টোদিকে, বাম-অতিবাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্র গুরুতর জখম হয়েছেন। এই নিয়ে এবার রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন এসএফআই নেতা তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য।
রাজ্য সরকারকে আক্রমণ করে এদিন সৃজন বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা অনভিপ্রেত। অপ্রীতিকর। এর দায় নিতে হবে রাজ্য সরকারকে। দীর্ঘদিন ধরে ছাত্ররা ছাত্রভোটের দাবি জানিয়ে আসছেন। কয়েকদিন আগে বিকাশভবন অভিযানে গিয়ে নৃশংসভাবে মার খেয়েছেন এসএফআইয়ের নেতা-কর্মীরা। তাঁরা ছাত্রভোটের ন্যায্য দাবি জানিয়েছিলেন।”
রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনকে নিশানা করে সৃজন বলেন, “মেডিক্যালের পড়ুয়ারাও ছাত্রভোটের দাবি জানিয়েছেন। এটা TMCP-র ইউনিয়নের মতো টাকা চুরির ইউনিয়ন নয়। ছাত্র সংসদ না থাকলে ছাত্ররা সমস্যায় পড়েন। ছাত্রদের স্বার্থে ছাত্র ইউনিয়নগুলি কাজ করতে চায়। এটা ছাত্রদের সাংবিধানিক অধিকার।”
এদিন শিক্ষামন্ত্রীকে হেনস্থার অভিযোগে পথে নামে তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাল্টা সৃজন বলেন, “শিক্ষামন্ত্রী ছাত্রদের কথা শুনতে পারতেন। তা না করে ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এসএফআই ছাত্র ধর্মঘটের আহ্বান জানাবে। সবাই মিলে এই অরাজকতা বন্ধ করা দরকার। যাদবপুরে যা হল, তার দায় শিক্ষামন্ত্রীর আর রাজ্যের।”