Srijan Bhattacharya: ‘যতবার ডাকবে, ততবার আসব’, শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতেও সরব সৃজন

Srijan Bhattacharya: সৃজন ভট্টাচার্য বলেন, "আমার লুকোনোর কিছু নেই। আমাকে যতবার ডাকবে, ততবার আসব। কিন্তু, যাঁরা তদন্ত করছেন, তাঁরা নিরপেক্ষ আছেন তো? যারা তথ্য বিকৃতি করল, তাদের ডাকল না।"

Srijan Bhattacharya: যতবার ডাকবে, ততবার আসব, শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতেও সরব সৃজন
সৃজন ভট্টাচার্য

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 08, 2025 | 11:44 PM

কলকাতা: ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। আবার শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে যাদবপুরের এক পড়ুয়া জখম হন বলে অভিযোগ। তা নিয়ে সরব হয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা যাদবপুরের প্রাক্তনী সৃজন ভট্টাচার্য। এবার যাদবপুরের সেদিনের ঘটনা নিয়ে কী তথ্য রয়েছে তাঁর কাছে, তা জানতে সৃজনকে শনিবার তলব করে যাদবপুর থানার পুলিশ। এদিন সন্ধ্যায় যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

গত ১ মার্চ যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন সৃজন। বিভিন্ন ভিডিয়ো তুলে ধরে তিনি দাবি করেন, যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে জখম হয়েছেন এক পড়ুয়া। এদিন পুলিশি জিজ্ঞাসাবাদের শেষে সৃজন বলেন, “সেদিনের ঘটনা নিয়ে আমি কী জানি, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আমি যে ভিডিয়োগুলো ফুটেজ, ছবি দেখিয়ে প্রমাণ করতে চেয়েছি যে ওইদিন ওয়েবকুপার মিটিংয়ে এমন লোকজন ছিলেন, যাঁরা যাদবপুরেরও কেউ নন, আবার ওয়েবকুপারও কেউ নন। শিক্ষামন্ত্রীর কাছাকাছি ছিল। এবং আমি প্রতিষ্ঠা করতে চেয়েছি, যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পড়ে আহত হয়েছে। আমি যা তথ্য পেয়েছি, তারই এক কপি তদন্তের স্বার্থে যাদবপুর থানায় দিয়ে গেলাম।”

তিনি আরও বলেন, “আমার লুকোনোর কিছু নেই। আমাকে যতবার ডাকবে, ততবার আসব। কিন্তু, যাঁরা তদন্ত করছেন, তাঁরা নিরপেক্ষ আছেন তো? যারা তথ্য বিকৃতি করল, তাদের ডাকল না। যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চাপা পড়ল, শিক্ষামন্ত্রী ও তাঁর সঙ্গীদের কেন ডাকা হল না? যে তৃণমূল নেতারা প্ররোচনা দিচ্ছেন, তাঁদের ডাকা হল না।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করে সৃজন বলেন, “গাড়ি চাপা পড়ার ঘটনায় শিক্ষামন্ত্রীর নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। শিক্ষামন্ত্রী ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করা উচিত।”

এদিকে, এদিন হাসপাতালে গিয়ে যাদবপুরকাণ্ডে জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বয়ান রেকর্ড করে যাদবপুর থানার পুলিশ। এদিনই আবার যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বয়ান রেকর্ড করা হয়। এর আগে গতকাল তিন পড়ুয়া ও ওয়েবকুপার এক সদস্যের কাছ থেকে ঘটনার সময় কী হয়েছিল, তা জানতে চায় পুলিশ।

আবার যাদবপুরের ঘটনার প্রতিবাদে এদিন কামালগাজি মোড় থেকে গড়িয়া মোড় পর্যন্ত মিছিল করে এসএফআই ও ডিওয়াইএফআই। শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের দাবি জানান। জিজ্ঞাসাবাদের নামে সৃজনকে অযথা থানায় আটকে রাখারও অভিযোগ তোলা হয় মিছিল থেকে।