বরানগর: আবারও থানায় হাজিরা দিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য। বুধবার দুপুর তিনটের সময় বরানগর থানায় যান তিনি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেরন থানা থেকে। আগামী ৬ নভেম্বর দুপুর তিনটের সময় ফের থানায় তলব করা হয়েছে তাঁকে। থানা থেকে বেরিয়ে তন্ময় ভট্টাচার্য নিজের গাড়িতে বসে বলেন, ‘যতবার ডাকবে ততবার আসব।’ এই নিয়ে দ্বিতীয়বার থানায় তলব করা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। তৃতীয়বার হাজিরা দেওয়ার জন্য তলবও কার হয়েছে।
এদিন থানা থেকে বেরিয়ে বর্ষীয়ান নেতা স্পষ্ট বলেন, আমি কোনও দোষ করিনি। আমার প্রথম প্রশ্ন হল, “আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই ইন্টারভিউটা এখনও দেখানো হল না কেন?” তিনি আরও বলেন, ঘটনার আগের দিন আমাকে ফোন করে ইন্টারভিউয়ের জন্য আবদার করা হয়েছিল, কিন্তু সেই ইন্টারভিউ এখনও চ্যানেলে দেখানো হয়নি কেন? সেই ইন্টারভিউ দেখালেই সমস্ত কিছু বুঝতে পারবে সবাই, এমনটাই দাবি করেছেন তিনি।
এছাড়া দলের সিদ্ধান্তে যে তিনি দুঃখিত, সে কথা বলেছেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, “দল কোনওরকম তদন্ত না করে আমায় সাসপেন্ড করেছে। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কিন্তু আমার সঙ্গে কথা না বলে, তদন্ত না করে যেহেতু আমাকে সাসপেন্ড করা হয়েছে, তার জন্য আমি ব্যথিত।”
তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার মাত্র ৩০ মিনিটের মধ্যে তা দলের ইন্টারনাল কমপ্লেন কমিটিতে পাঠিয়েছেন মহম্মদ সেলিমরা। সেই সঙ্গে দলের সদস্য পদ থেকে দ্রুত সাসপেন্ড করা হয়েছে প্রাক্তন সিপিআইএম বিধায়ককে।