CPIM in LinkedIn: অ্যাঙ্কারিং-রিপোর্টিংয়ে আগ্রহী? কর্পোরেট স্টাইলে লিঙ্কডইনে বড় ‘চাকরির’ অফার CPIM-র

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Nov 14, 2023 | 9:56 PM

CPIM in LinkedIn: প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বাংলায় বামেরা খাতা খুলতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় যে তাঁরা ভালই ‘রিচ’, তা তাঁদের ‘রিচ’ থেকেই বোঝা যায়। শাসক শিবিরকে আক্রমণের নিরিখে প্রায়শই পদ্ম শিবিরকে পিছনে ফেলে তুখোড় বুদ্ধিমত্তার ছাপ রাখেন বাম তরুণ-তুর্কিদের একটা বড় অংশ।

CPIM in LinkedIn: অ্যাঙ্কারিং-রিপোর্টিংয়ে আগ্রহী? কর্পোরেট স্টাইলে লিঙ্কডইনে বড় ‘চাকরির’ অফার CPIM-র
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আপনি অ্যাঙ্কারিং করতে চান? বা আগ্রহ রয়েছে মাঠে-ময়দানে নেমে রিপোর্টিংয়ে? সোশ্যাল মিডিয়ার কাজেও হাত পাকিয়েছেন? তবে আপনার জন্য বড় ‘কাজের অফার’ দিচ্ছে বঙ্গ সিপিএম। একেবারে লিঙ্কডইনে জব পোস্ট করে সে কথা জানানো হয়েছে দলের তরফে। যদিও আলিমুদ্দিনের দাবি, এটাকে কাজ হিসাবে না দেখে দলের প্রতি, আদর্শের প্রতি নিজের দায়বদ্ধতা হিসাবে দেখলেই ভাল। লিঙ্কডইনের জব পোস্টে আলাদা করে সে কথা বলা হয়েছে সিপিআইএমের তরফে। এমনকী যে কেউ যে এই কাজের সুযোগ পাবেন এমনটা নয়। লাল শিবিরের হয়ে কাজের জন্য আপনাকে একটু হলেও হতে হবে বামমনস্ক।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বাংলায় বামেরা খাতা খুলতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় যে তাঁরা ভালই ‘রিচ’, তা তাঁদের ‘রিচ’ থেকেই বোঝা যায়। শাসক শিবিরকে আক্রমণের নিরিখে প্রায়শই পদ্ম শিবিরকে পিছনে ফেলে তুখোড় বুদ্ধিমত্তার ছাপ রাখেন বাম তরুণ-তুর্কিদের একটা বড় অংশ। শুধু তৃণমূল নয়, বিজেপিকেও বলে বলে গোল দিতে তাঁদের জুড়ি মেলা ভার। হিট গান টুম্পা সোনার প্যারোডি বানিয়ে আগেও সাড়া ফেলতে দেখা গিয়েছে এইসব বামপন্থী নেটিজেনদের। হয়েছে দেদার শেয়ার, পড়েছে হাজার হাজার কমেন্ট। তবে ভোটবাক্সে তার খুব একটা ছাপ দেখতে না পাওয়ায় শুনতে হয়েছে কটাক্ষও। ‘ওদের বিপ্লব তো সবই ফেসবুকে’, লাগাতার কমেন্ট পাস হয়েছে ঘাসফুল শিবির থেকে। কিন্তু, তাতে দমতে নারাজ বামেদের যুব ব্রিগেড। ফের নতুন উদ্যোমে ঝাঁপিয়ে তৈরি হয়েছে শাসকবিরোধী সব মিম, গান।

এবার তরুণ সমর্থকদের এই পাল্টা দেওয়ার মেজাজটাই লোকসভা ভোটের আগে তুরুপের তাস করতে চাইছেন আলিমুদ্দিনের সাদা চুলের নেতারা। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের। সে কারণেই একেবারে কর্পোরেট সংস্থার ধাঁচে বিজ্ঞাপন আসছে পুঁজিবাদ বিরোধী সিপিএমের থেকে। জব পোস্টে বলা হয়েছে, সমাজের উন্নতির লক্ষ্যে যাঁরা লেফট অল্টারনেটিভ পলিটিক্সে নিজেদের অবদান রাখতে চান তাঁদেরই আমরা খুঁজছি। ডিজিট্যাল ক্যাম্পেইন, অ্যাকাউন্ট হ্যান্ডেলিং, অফিস ম্যানেজমেন্ট-সহ নানা কাজের জন্য আমরা যোগ্য প্রার্থীদের খুঁজছি।

Next Article