কলকাতা: বিরোধী দলগুলি মিলে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল রাজ্যে সিপিএম-তৃণমূলের সম্পর্ক ঠিক কী রকম হবে? বাম দুর্গ ভেঙে ক্ষমতায় আসা তৃণমূল কি সহযোদ্ধার ভূমিকা পালন করতে পারবে? দু পক্ষই অবশ্য দ্ব্যর্থহীনভাবে বুঝিয়ে দিয়েছে, জোটের বৈঠকে মমতা-ইয়েচুরিকে পাশাপাশি দেখা গেলেও রাজ্যে বজায় থাকবে দূরত্ব। আজ, রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনেই সে কথা আরও একবার স্পষ্ট করে দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম এদিন বৈঠকের শুরুতেই বার্তা দিয়েছেন, রাজ্যের শাসক দল তৃণমূলকে কোনওভাবেই রেয়াত করা যাবে না। এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। ঠিক যেমন ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে, তেমনভাবেই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, এ রাজ্যে বিজেপি ও তৃণমূল উভয়েই সিপিএম-কে শত্রু বলে মনে করছে।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় বামেদের দিকে আঙুল তুলেছিল তৃণমূল। রাস্তায় নেমে বামপন্থীদের আক্রমণ করতে ছাড়েননি গেরুয়া শিবিরের নেতারা। সেই প্রসঙ্গ টেনে এদিন সিপিএম-এর রাজ্য সম্পাদক বুঝিয়ে দিয়েছেন, বামপন্থীদের বিরুদ্ধে তৃণমূল ও বিজেপি উভয়েই লড়াই করছে। কেন্দ্র এবং রাজ্যের শাসক দল প্রকৃত বামপন্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইচ্ছা করেই যাদবপুরের ক্ষেত্রে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। সেলিমের কথায়, ওই ঘটনায় প্রকৃত বামপন্থীদের বদনাম করা হয়েছে।
ধূপগুড়ি উপ নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, “জাতিসত্তার রাজনীতির সঙ্গে আমরা পেরে উঠিনি।” পাশাপাশি সাংগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করেছেন তিনি। সেটাও কাটাতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।