Rahul Gandhi: ন্যায় যাত্রায় CPM-কে পাশে পাবে রাহুল, তবে শর্ত একটাই…

Pradip Chakraborty | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 29, 2024 | 11:57 AM

Rahul Gandhi: সিপিআইএম আগেই জানিয়েছিল, ন্যায় যাত্রায় তৃণমূল যোগ না দিলে তারা যোগ দেবে। এখনও পর্যন্ত তৃণমূলের যোগদানের সম্ভাবনা চোখে না পড়ায় এই সিদ্ধান্ত বলে খবর। বাম নেতৃত্বের বক্তব্য, রাহুলের 'ন্যায় যাত্রায়' সিপিএম উপস্থিত থাকবে। এখনও পর্যন্ত তেমনটা স্থির রয়েছে। তবে তাঁরা নজরে রাখছেন তৃণমূল কী করে। সেই অনুযায়ী তাঁরাও এগোবেন।

Rahul Gandhi: ন্যায় যাত্রায় CPM-কে পাশে পাবে রাহুল, তবে শর্ত একটাই...
রাহল পাশে পাবে সিপিএম-কে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: বাংলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রায়’ যোগ দিতে পারে বামেরা। আলিমুদ্দিন সূত্রে খবর, মালদহ-মুর্শিদাবাদে ‘ন্যায় যাত্রায়’ থাকতে চলেছেন একাধিক বাম নেতৃত্ব। ইতিমধ্যে সিপিএম নেতৃত্বের কাছে এ হেন আবেদন করেছেন কংগ্রেস নেতৃত্ব। আর সিপিএম-এর সর্বোচ্চ স্তর ‘ন্যায় যাত্রায়’ রাজ্য সিপিএম নেতৃত্বকে যোগদানের অনুমোদন দিয়েছে বলে খবর।

সিপিআইএম আগেই জানিয়েছিল, ন্যায় যাত্রায় তৃণমূল যোগ না দিলে তারা যোগ দেবে। এখনও পর্যন্ত তৃণমূলের যোগদানের সম্ভাবনা চোখে না পড়ায় এই সিদ্ধান্ত বলে খবর। বাম নেতৃত্বের বক্তব্য, রাহুলের ‘ন্যায় যাত্রায়’ সিপিএম উপস্থিত থাকবে। এখনও পর্যন্ত তেমনটা স্থির রয়েছে। তবে তাঁরা নজরে রাখছেন তৃণমূল কী করে। সেই অনুযায়ী তাঁরাও এগোবেন।

বাম শিবির সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আসার কথা মালদহে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে শতরূপ ঘোষের। মুর্শিদাবাদে ‘ন্যায় যাত্রা’ পৌঁছনোর কথা ১ ফেব্রুয়ারি। সেখানে উপস্থিত থাকতে পারেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও যাতে সেখানে থাকেন, তার জন্য সিপিআইএম নেতৃত্বের কাছে আবেদন করেছেন কংগ্রেস নেতৃত্ব। এরপর ২ ফেব্রুয়ারি ‘ন্যায় যাত্রা’ যাওয়ার কথা বীরভূমে। সেখানে রাহুলকে সঙ্গ দিতে পারেন বাম নেতা সুজন চক্রবর্তী।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক দল কংগ্রেস ও তৃণমূল। তবে আসন সমঝোতার ইস্যু ও বাংলার  রাজনীতির সমীকরণ ঘিরে এ রাজ্যে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছেন, বাংলায় একাই লড়বে তৃণমূল। এই সবের মধ্যেই আবার রাহুলের ন্যায় যাত্রা!  সেই প্রসঙ্গে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাহুল যে বাংলায় আসছেন, সেকথাও কংগ্রেসের তরফে তাঁকে জানানো হয়নি। বলেছিলেন, “জোটের শরিক হিসেবে সৌজন্যের খাতিরেও তো জানাতে পারত, দিদি আপনার রাজ্যে যাচ্ছি।” এ দিকে, বামেরাও প্রথম থেকেই বলে আসছিল ন্যায় যাত্রায় তৃণমূল থাকলে তাদের পাশে পাবে না কংগ্রেস। এখনও পর্যন্ত ন্যায় যাত্রায় তৃণমূল থাকছে না বলে জানা যাচ্ছে। ফলে বামেদের পাশে পেতে পারে কংগ্রেস।

Next Article