Rahul Gandhi: সিপিআইএম আগেই জানিয়েছিল, ন্যায় যাত্রায় তৃণমূল যোগ না দিলে তারা যোগ দেবে। এখনও পর্যন্ত তৃণমূলের যোগদানের সম্ভাবনা চোখে না পড়ায় এই সিদ্ধান্ত বলে খবর। বাম নেতৃত্বের বক্তব্য, রাহুলের 'ন্যায় যাত্রায়' সিপিএম উপস্থিত থাকবে। এখনও পর্যন্ত তেমনটা স্থির রয়েছে। তবে তাঁরা নজরে রাখছেন তৃণমূল কী করে। সেই অনুযায়ী তাঁরাও এগোবেন।