Loksabha Election: লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন

Loksabha Election: লোকসভা নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, ২০২৪-এ এই ১৮ তম লোকসভা নির্বাচন হওয়ার কথা।

Loksabha Election: লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 5:04 PM

কলকাতা: রাজনৈতিক দলগুলি লোকসভা নির্বাচনের আবহ তৈরি করেছে আগেই। আর এবার প্রশাসনিক স্তরেও শুরু হল লোকসভা ভোটের প্রস্তুতি। পশ্চিমবঙ্গের জেলা শাসকদের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশনের কর্তারা। সূত্রের খবর, আগামী ১৯ অগস্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা।

জানা গিয়েছে, ওই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন উপ নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। আরও তিন উপ নির্বাচন কমিশনার থাকবেন তাঁর সঙ্গে। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার নীতিন ব্যাসও বৈঠকে থাকবেন বলে সূত্রের খবর। এছাড়াও কমিশনের আরও চার কর্তা উপস্থিত থাকবেন। জোনাল সেক্রেটারি রাকেশ কুমার, ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত বটুলিয়া ও আরও এক অফিসার। সব মিলিয়ে কমিশনের আটজন কর্তা থাকবেন বৈঠকে।

সেই বৈঠকের প্রস্তুতিতে আজ বৃস্পতিবারও এক দফা বৈঠক হয়েছে। জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দফতরের অন্যান্য আধিকারিকরা।

লোকসভা নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, ২০২৪-এ এই ১৮ তম লোকসভা নির্বাচন হওয়ার কথা। কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্য়ুত করতে বদ্ধপরিকর বিরোধীরা এবার একজোট হয়ে নামছে ভোট ময়দানে। অন্যদিকে, জমি ধরে রাখতে লড়াই জারি রেখেছে শাসক দলও।