কলকাতা: বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোকাহত বাম নেতা কর্মী থেকে রাজনীতিবিদরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব।
বামনেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “আদর্শবাদী রাষ্ট্রনায়কের মৃত্যু হল। রোগের পাশে ওঁর মনে ব্যথাও ছিল বলে আমার হয়। তিনি চেয়েছিলেন বাংলার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। সিঙ্গুর, নন্দীগ্রাম নিয়ে ওঁর স্বপ্ন ছিল। কিন্তু প্রতিকূলতার জন্য উনি পারেননি। বোধহয় মৃত্যুর আগে এই যন্ত্রণা ছিল। সিঙ্গুরের ওই ঘটনার পর থেকে মুষড়ে পড়েন। তারপর থেকে অসুস্থ হন। দীর্ঘদিন রোগ ভোগের পর মৃত্যু।”
অপরদিকে, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, “দীর্ঘদিন আমরা একসঙ্গে ছিলাম। এক কমপ্লেক্সে বাস করছি। মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে আমি চিনি। গভীর সম্পর্ক ছিল। এক সঙ্গে থাকলেও কোনও দিন মতান্তর হয়নি। উনি ওঁর মতো ওঁর ফ্ল্যাটে থাকতেন। আমি আমার মতো থাকি। মাঝেমধ্যে দেখা হত। কথা হত। এত দীর্ঘকাল এক সঙ্গে থাকলেও কোনও বিবাদ হয়নি। আমি কংগ্রেস করি। উনি সিপিএম করেন। তারপর মুখ্যমন্ত্রী। আমি সেই সময় একবার বনধের ডাক দিয়েছিলাম। বনধ হয়েছে। অনেকে ভেবেছে ভয়ঙ্কর কিছু হবে। কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলদা হওয়ার পরও কোনও প্রভাব পড়েনি।”