
কলকাতা: ‘পাক-চর’ জ্যোতি মালহোত্রা-কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এরই মধ্যে দেখা গেল সেই জ্যোতির সঙ্গে ছবি রয়েছে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের। জ্যোতির কাঁধে হাত দিয়ে রয়েছেন সৃজন। সমাজ মাধ্যমে এই ছবি ভাইরাল হতেই নজরে যায় বাম নেতার। তারপরই কড়া পদক্ষেপ নিলেন তিনি। সঙ্গে জানালেন এই ছবির বিষয়ে।
সৃজনের দাবি, এসএফআই কর্মীর সঙ্গে তোলা ছবিকে বিকৃত করে সেখানে জ্যোতির মুখ বসিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাঁর ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে এই কাজ করা হয়েছে। সৃজন বলেছেন,’জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে অত্যন্ত নিম্নমানের কুরুচিকর প্রচার চালাচ্ছে কিছু লোক।’ এরপরই সৃজন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। তিনি লিখেছেন, “এই বিকৃত ছবিটি আমার দল ও আমার সম্মানহানি করেছে। বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে আমাদের সাথে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম,তারাই এমন ঘৃণা ও বিদ্বেষের চাষ করে।”
সম্প্রতি, পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। সেই সফরের জন্যই ভিসা আবেদনের সময় নয়াদিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। তারপর ধীরে ধীরে মধুর সম্পর্ক গড়ে ওঠে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে। এর পরবর্তীতে আরও বিস্ফোরক একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। এমনকী জানা যায়, বাংলা থেকেও ঘুরে গিয়েছেন এই মহিলা ইউটিউবার। সেই জ্যোতি-কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ, তখনই সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে তাঁর ছবি রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।