কলকাতা: তিনি দক্ষিণ ভারতের বাসিন্দা। বাবা কিংবা মায়ের বংশের সঙ্গে বঙ্গ-যোগ নেই বলেই জানা যাচ্ছে। তবে তাঁদের ভাই-বোনের সঙ্গে বঙ্গ-যোগ রয়েছে। আর তা পদবিতে। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) এই পদবি নিয়ে শুরু হয়েছে জল্পনা। একজন দক্ষিণ ভারতীয়র পদবি কেন বোস? কী রয়েছে সেই পদবির রহস্য? টিভি নাইন বাংলায় এক একান্ত সাক্ষাৎকারে নিজের পদবির নেপথ্য কাহিনি শোনালেন বাংলার নবনিযুক্ত রাজ্যপাল। শোনালেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তাঁর নামের যোগসূত্রের কথা।
রাজ্যপাল সিভি আনন্দ বোস টিভি নাইন বাংলাকে জানান, “আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথে চলতেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর সব ছেলের নামের সঙ্গে বোস থাকবে। আমার ভাই-বোনরা সবার নামের সঙ্গে বোস রয়েছে। মোহন বোস, আনন্দ বোস, সুন্দর বোস, সুকুমার বোস, কমলা বোস, ইন্দিরা বোস।” শুধু তাই নয়, বাংলার সঙ্গে তাঁর সুদীর্ঘ অতীত জড়িয়ে রয়েছে বলেও জানান পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল। বললেন, “বাংলার সঙ্গে আমার যোগ অনেকদিনের। ব্যাঙ্কার হিসেবে আমার কেরিয়ার শুরু হয়েছিল কলকাতা থেকেই। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় প্রবিশনারি অফিসার হিসেবে কলকাতায় শ্যামবাজার, চৌরঙ্গী, রাসবিহারী অ্যাভিনিউতে কাজ করেছি। বাংলা আমার কাছে একেবারেই অপরিচিত নয়। বাংলার সংস্কৃতি, শিল্পের সঙ্গে আমি ভীষণভাবে পরিচিত।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাবা পি কে বাসুদেব পিল্লাই ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছেলেমেয়েদের নামকরণেও নেতাজির একটি ছোঁয়া রেখে দেন তিনি। সেই সিভি আনন্দ বোসই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর কার্যকাল কেমন হয়, সেই দিকেই নজর থাকছে রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের। কলকাতা এখন অপেক্ষায় রয়েছে, তাঁর শহরে আসার। তবে এবার আর ব্যাঙ্কার হিসেবে নয়, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজভবনে।