Cyber Crime: সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি

Cyber Crime: পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বসবাসকারী প্রাণ কৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের ২৬ তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Cyber Crime: সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি
প্রতীকী ছবি

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 10, 2025 | 2:37 PM

কলকাতা:  সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা। লক্ষাধিক টাকা খুইয়ে বিধান নগর পুলিশের দ্বারস্থ তিনি। এই ঘটনায় গ্রেফতার দুজন।

পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বসবাসকারী প্রাণ কৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের ২৬ তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী, কিছুদিন আগে তিনি একটি ফোন পান, যেখানে তাকে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্র ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপি-কে নিজের কথার জালে ফঁসিয়ে নেন বলে অভিযোগ। এর পর ওই ব্যক্তি প্রাক্তন এসিপি-কে তাঁর কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন।

সেই মতন নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন তিনি। এরপরই অভিযোগ প্রাক্তন এসিপির তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১১ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে, লেকটাউনের টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লেকটাউন থানার থেকে এই কেসের তদন্তভার নেয় বিধান নগর সাইবার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধান নগর সাইবার পুলিশ। তাঁদের নাম শুভ্রাংশ মাঝি এবং অর্ক প্রভ রায়চৌধুরী। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে চাইছে বিধান নগর পুলিশ ।