Cyclone Jawad: জাওয়াদের দোসর কোটাল! দুশ্চিন্তা বাড়িয়েছে বহু গুণ, কোন কোন এলাকায় বেশি বিপদ?

Cyclone Jawad: কোটাল নিয়ে কতটা দুশ্চিন্তা? দুশ্চিন্তায় প্রশাসন। উদ্বেগে আবহাওয়াবিদররাও।

Cyclone Jawad: জাওয়াদের দোসর কোটাল! দুশ্চিন্তা বাড়িয়েছে বহু গুণ, কোন কোন এলাকায় বেশি বিপদ?
জাওয়াদ সতর্কতায় মাইকিং শুরু

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 04, 2021 | 7:38 AM

কলকাতা: জাওয়াদের ঝাপটা সেই সঙ্গে কোটাল নিয়ে কতটা দুশ্চিন্তা? দুশ্চিন্তায় প্রশাসন। উদ্বেগে আবহাওয়াবিদররাও।

এক নজরে কোটাল কাঁটা

শুক্রবার-শনিবার অমাবস্যা

অমাবস্যার প্রভাবে ভরা কোটাল নদীতে

শনিবার সন্ধের পর থেকে ঝড়ের গতিবেগ বাড়বে

বাংলার উপকূলে সর্বোচ্চ ৮০ কিমি/ঘণ্টায় ঝড়ের সতর্কবার্তা

কোটাল-ঝড়ের জোড়া ফলায় বিপন্ন হতে পারে বাঁধ

পূবালি বা দখিনা-পুবালি বাতাস হলে বেশি বিপদ

ইয়াসে ক্ষতিগ্রস্ত সমস্ত বাঁধ এখনও সম্পূর্ণ মেরামত হয়নি

ফলে সুন্দরবন, পূর্ব মেদিনীপুর নিয়ে বাড়তি দুশ্চিন্তা

জাঁদরেল জাওয়াদে বাড়ছে উদ্বেগ। সরাসরি বাংলাতেই আসতে পারে জাওয়াদ। রবিবার পুরী ছুঁয়ে এগোবে বাংলার পথে। পূর্বাভাসে ঘুম উড়ছে বাংলার। শনিবার, রবিবার তো বটেই, সোমবারও কয়েকটি জেলায় দুর্যোগের আশঙ্কা। সর্বশেষ আপডেট, সোমবার দক্ষিণ ২৪ পরগনা উপকূলে পৌঁছতে পারে জাওয়াদ। তবে হয়তো ঘূর্ণিঝড় হিসেবে নয়, কিছুটা শক্তিক্ষয় করে অতি গভীর বা গভীর নিম্নচাপ রূপে। তাতেও ঝড়-বৃষ্টির হাত থেকে রেহাই নেই। দমকা বাতাসের জন্য দুশ্চিন্তা ভরা কোটাল নিয়েও। বৃষ্টিতে ফসলের বড়সড় ক্ষতির ভয়।

ঘূর্ণিঝড় জাওয়াদের সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার অতি ভারী বৃষ্টি দুই মেদিনীপুরে। ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায়। হালকা বৃষ্টি হতে পারে মালদহে।

বৃষ্টি থেকে রাজ্যে রেহাই নেই মঙ্গলবারও। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনায়। এদিন হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায়। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

শনিবার বিকাল থেকে ঝড়ের বেগ বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অমাবস্যার ভরা কোটালের জন্যও বিপদ আরও বেশি আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাঁধগুলি নিয়ে বাড়ছে উদ্বেগ। ওড়িশা, অন্ধ্র ও বাংলার উপকূলে মোতায়েন এনডিআরএফ। বিপর্যয় মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের ৪৬ টি টিম।

ঘূর্ণিঝড়ের সর্তকতা হিসেবে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। অকারণে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকা গুলোতে ঝড়ো হাওয়া বইবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে, তাই বজ্রপাতে দুর্ঘটনা এড়াতে বড় খোলা মাঠে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতার আকাশ প্রধানত মেঘলা। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: Cyclone Jawad: সরাসরি বাংলাতেই বিপর্যয়! জাঁদরেল জাওয়াদে উড়ছে ঘুম, কোন কোন জেলায় কখন থেকে শুরু হবে ঘূর্ণিঝড়ের ‘খেল’?