Cyclone Jawad: ঘূর্ণিঝড়ের সম্ভবনা নেই, তবে শক্তি হারানোর পর জাওয়াদের কী প্রভাব পড়বে বাংলায়?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 04, 2021 | 11:46 PM

West Bengal Rains Live Updates: পুরী উপকূলবর্তী এলাকা থেকে পশ্চিমবঙ্গের দিকে আসতে আসতে আরও কিছু শক্তি হারাবে জাওয়াদ। ফলে পশ্চিমবঙ্গের উপকূলে আর এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব থাকবে না বলে অনুমান করছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।

Cyclone Jawad: ঘূর্ণিঝড়ের সম্ভবনা নেই, তবে শক্তি হারানোর পর জাওয়াদের কী প্রভাব পড়বে বাংলায়?
ঘূর্ণিঝড় জাওয়েদের বর্তমান পরিস্থিতি কী? গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

Follow Us

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরীতে পৌঁছনোর পরে ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে পড়বে। তার পরে উপকূল ধরে এগোতে থাকবে বাংলার দিকে। তত ক্ষণে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তা-ই বাংলার জন্য এই টুকুই সুখবর। ঘূর্ণিঝড়ের কবলে সম্ভবত পড়তে হবে না রাজ্যকে।

Next Article