Cyclone Remal: দুর্যোগের রাতে জায়গায় জায়গায় ভাঙল গাছ, কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, মৃত ১

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

May 27, 2024 | 1:13 AM

Kolkata: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাড়ির একাংশ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছেন। রবিবার সন্ধের পর থেকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে গাছপালা ভেঙে পড়ার খবর আসতে শুরু করেছিল। এসবের মধ্যেই এবার বিবির বাগান এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ল দুর্যোগের রাতে।

Cyclone Remal: দুর্যোগের রাতে জায়গায় জায়গায় ভাঙল গাছ, কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, মৃত ১
কলকাতায় ভেঙে পড়ল গাছ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের ‘চোখ’ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। তার প্রভাব পড়তে শুরু করেছে শহর কলকাতাতেও। রাত গভীর হতেই বাড়ছে বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে মহানগরে। দুর্যোগের রাতে এবার কলকাতা শহরে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ১০ নম্বর বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাড়ির একাংশ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছেন। রবিবার সন্ধের পর থেকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে গাছপালা ভেঙে পড়ার খবর আসতে শুরু করেছিল। এসবের মধ্যেই এবার বিবির বাগান এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ল দুর্যোগের রাতে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করতেই বিবির বাগান এলাকার বাসিন্দা বছর আটচল্লিশের মহম্মদ সাজিদ তাঁর ছেলেকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময়েই বৃষ্টি শুরু হওয়ায় একটি বিপজ্জনক বাড়ির নীচে দাঁড়িয়ে পড়েন তিনি। তখনই সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে তাঁর উপর। দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই ব্যক্তি। তাঁকে দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, এই ঝড়-বৃষ্টির দাপটে আলিপুর রোডের উপরেও একটি বট গাছের অংশ ভেঙে পড়েছে। শহরে তখন ঝোড়ো হাওয়া বইছিল। সেই সময়েই বটগাছের একটি অংশ রাস্তার উপর ভেঙে পড়ে। যার জেরে আলিপুর রোড কার্যত বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কলকাতা পুরনিগমে কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে। গাছ কেটে রাস্তার উপর থেকে অন্যত্র সরানোর কাজ চালাচ্ছেন পুরনিগমের কর্মীরা।

Next Article