কলকাতা: ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে সরকারি কর্মীদের একটা বড় অংশ যখন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে রাস্তায় বসে আন্দোলন করছেন, তারই মধ্য়ে বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হল। আগামী মে মাস থেকে নতুন হারে ডিএ পাবেন কর্মীরা। তবে এই ঘোষণার পরও কেন্দ্রের সঙ্গে ৩২ শতাংশ ফারাক থেকে যাচ্ছে।
এক আর্থিক বছরে এই নিয়ে পরপর তিন বার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা। বড়দিনের আগে পার্ক স্ট্রিটের একটি অনুষ্ঠান থেকে ওই ঘোষণা করেছিলেন তিনি। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হল ১৪ শতাংশ।
মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শাসক দল বারবার বলেছে, রাজ্যের আর্থিক সামর্থ্য যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলেও অভিযোগ করা হয়েছে। এদিন বাজেটে রাজ্য সরকার উল্লেখ করেছে যে, মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দিতে সীমিত সামর্থ্যের মধ্যেই আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হল।
তবে এই ঘোষণাতেও খুশি নন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। তাঁরা বলছেন, অন্যান্য রাজ্য যে হারে ডিএ দিতে পারছে, এ রাজ্য কেন পারবে না। এক আন্দোলনকারী বলেন, ‘আজ কেন সরকারি কর্মীদের রাস্তায় বসতে হল? ৩২ শতাংশ ডিএ যেটা বকেয়া থাকছে সেটা কেন দিতে পারছে না সরকার? কেন ৪ শতাংশ দেবে? কোথায় গেল টাকা?’