Abhishek Banerjee: অভিষেকের সভা অন্যত্র সরানো হোক, হাইকোর্টে মামলা ঠুকলেন আন্দোলনরত সরকারি কর্মীরা

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Mar 28, 2023 | 12:05 PM

Abhishek Banerjee Rally: মামলাকারীদের আবেদন, ২৯ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শহিদ মিনারের বদলে অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট।

Abhishek Banerjee: অভিষেকের সভা অন্যত্র সরানো হোক, হাইকোর্টে মামলা ঠুকলেন আন্দোলনরত সরকারি কর্মীরা
শহিদ মিনারে অভিষেকের সভা ঘিরে জট?

Follow Us

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বুধবারের সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। তৃণমূল চাইছিল, শহিদ মিনার ময়দানে সভা করতে। কিন্তু সেখানে অনুমতি দিচ্ছিল না সেনা। কারণ, অদূরের বকেয়া মহার্ঘভাতার দাবিতে অবস্থান করছেন সরকারী কর্মচারীদের যৌথ মঞ্চ (DA Agitation)। এমন অবস্থায়, একই জায়গায় দুটি কর্মসূচি কীভাবে সম্ভব? সেই কারণে অভিষেকের সভার অনুমতি দিচ্ছিল না সেনা। শেষ পর্যন্ত অবশ্য সেনার তরফে অনুমতি মিলেছে শহিদে মিনার ময়দানে অভিষেকের সভার। কিন্তুর এরই মধ্যে আবার আদালতের দ্বারস্থ আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন ডিএ মঞ্চের সরকারি কর্মচারীরা।

মামলাকারীদের আবেদন, ২৯ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শহিদ মিনারের বদলে অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট। এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের আবেদন জানানো হয়েছে। মামলাকারীদের পক্ষের আইনজীবীর বক্তব্য, যেখানে মহার্ঘভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চ রয়েছে, সেখানে এই সভা হলে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই অন্যত্র সভা করার নির্দেশ দিক আদালত। আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সব পক্ষকে নোটিস সার্ভ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজই দুপুর দুটোয় মামলায় শুনানি রয়েছে।

উল্লেখ্য, শহিদ মিনারের সভা ঘিরে বিগত বেশ কয়েকদিন ধরেই জট তৈরি হয়েছিল। পরে অবশ্য সেনার তরফে অনুমতি দেওয়া হয়েছিল শহিদ মিনারে অভিষেকের সভার। কিন্তু পাশাপাশি ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চও রয়েছে। সেক্ষেত্রে কীভাবে দুটি দিক সামাল দেওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। আন্দোলনকারীরা অবশ্য আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, পরিস্থিতি সামাল দেওয়ার দায় নিতে হবে পুলিশ প্রশাসনকে। এবার এসবের মধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আন্দোলনরত সরকারি কর্মচারীরা। দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২৯ মার্চের সভা শহিদ মিনারের বদলে অন্যত্র করার নির্দেশ দেওয়া হোক। এখন দেখার পরবর্তীকে ঘটনা পরম্পরা কোন দিকে মোড় নেয়।

Next Article