কলকাতা: মহার্ঘ ভাতা নিয়ে শান্তিপূর্ণ মিছিল করলে আপত্তি কোথায়? রাজ্যকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। মহার্ঘ ভাতার দাবিতে ৪ মে নবান্ন অভিযান কর্মসূচির অনুমতি চেয়ে মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি-সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন।। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, “৩০ থেকে ৪০ টা মামলা আমার কাছে এসেছে মিছিল করার অনুমতি চেয়ে। কেন আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হবে?” রাজাশেখর মান্থা রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, “ওঁরা আপনাদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী। ওঁরা কি চাইছেন? মহার্ঘ ভাতা। সেক্ষেত্রে শান্তিপূর্ণ আন্দোলন করলে অসুবিধা কোথায়?” রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি। এক্ষেত্রে বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, “বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে।” সেক্ষেত্রে রাজ্যকে তাঁর পরামর্শ, বিধিনিষেধ আরোপ করতে পারেন, কিন্তু শান্তিপূর্ণ মিছিল বন্ধ করতে পারেন না।
স্কুল, কলেজ, বাজার, অফিস রয়েছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না বলে তিনি মন্তব্য করেন। বিচারপতি মান্থা বলেন, “আসলে আন্দোলনকারীরা তো দেখাতে চান যে তারা কতটা অসুবিধের মধ্যে রয়েছেন।”
এক্ষেত্রে উল্লেখ্য, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন ঠিকই, কিন্তু শীর্ষ আদালত তো আন্দোলন করতে বারণ করেনি।” এরপরই বিচারপতি জানিয়ে দেন ফের দুপুর ২টোয় শুনানি