কলকাতা: খুব খারাপ দিকে এগোচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা হাজারে হাজারে বাড়ছে। প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি করছে কোভিডের ভাইরাস। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের হার ১৬ হাজার ছুঁতে চলেছে। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজারের কিছু বেশি।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৫ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ৫৫ হাজার ৬০০ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২৯ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৭ জন ব্যক্তির। সুস্থতার হারও কমছে দ্রুত গতিতে। বর্তমানে সুস্থতার হার ৮৬.৫৯ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৮০০।
দৈনিক আক্রান্তের নিরিখে তিন হাজার পেরিয়ে গিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। আক্রান্তের নিরিখে প্রথমেই রয়েছে কলকাতা। শহরে একদিকে ৩,৭৭৯ জন শনাক্ত হয়েছেন এই ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,১৪০। কলকাতায় একদিনে ১৮ জন এবং উত্তর ২৪ পরগনার ১৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চিকিৎসা পরিষেবা বাদে অন্য কাজে অক্সিজেনের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র
অন্যদিকে, বাকি জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৯৮৬ জন, হাওড়ায় ৮৮৯ জন, হুগলিতে ৭৫১ জন, বীরভূমে ৬৫৬ জন, পশ্চিম বর্ধমানে ৭৪৫ জন, পূর্ব বর্ধমানে ৪১৯ জন, মালদহে ৬৪৪ জন, মুর্শিদাবাদে ৬৪০ জন, নদিয়ায় ৬৭৪ জন ও দার্জিলিঙে ৩৪৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত! সরকারকে ‘ফুল নম্বর’, উদাসীনতাকেই ‘ভিলেন’ বানালেন স্বাস্থ্যকর্তা