একদিনে ১১৭ জন! মৃত্যুর সর্বকালীন রেকর্ড রাজ্যে, আক্রান্ত প্রায় সাড়ে ১৮ হাজার

নতুন করে ১৮ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৪১২ জন।

একদিনে ১১৭ জন! মৃত্যুর সর্বকালীন রেকর্ড রাজ্যে, আক্রান্ত প্রায় সাড়ে ১৮ হাজার
ছবি - টুইটার
Follow Us:
| Updated on: May 06, 2021 | 8:42 PM

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার আঘাত তীব্রতর হচ্ছে রাজ্যে। এক একটা দিন এগোচ্ছে, আর রোজই দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ভাঙছে। বৃহস্পতিবার নতুন করে রাজ্যে ১১৭ জনের মৃত্যু হয়েছে। যা সর্বকালীন রেকর্ড। সরকারি হিসেবে একদিনে এতগুলি মৃত্যু আগে হয়নি রাজ্যে। নতুন করে ১৮ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৪১২ জন।

দৈনিক নমুনা পরীক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি দেখা যায়নি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা হাজার খানেক বেড়ে হয়েছে ৬০ হাজার ১০৫। যদিও দৈনিক নমুনা পরীক্ষার হার এখনও সন্তোষজনক নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যান্য রাজ্যে যখন প্রত্যেকদিন লক্ষাধিক টেস্ট হচ্ছে, তখন এ রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ হাজারের কাছাকাছিই ঘোরাফেরা করছে।

আরও পড়ুন: আব্বাসের সঙ্গে জোটে ‘জাত-কূল’ গিয়েছে, ‘বেসুরো’ অশোক চাপ বাড়ালেন আলিমুদ্দিনের

আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ৩,৯২২ জন শনাক্ত হয়েছেন করোনা ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৮৮৭ জন। কলকাতায় একদিনে ৩৩ জন এবং উত্তর ২৪ পরগনার ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

আরও পড়ুন: পিএম কিসান নিধি প্রকল্পে ছাড়পত্র মমতার, অবিলম্বে টাকা দিতে বললেন কেন্দ্রকে