বঙ্গে করোনার রেকর্ড, প্রথমবার ১০ হাজার পেরল দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত ৫৮

ঋদ্ধীশ দত্ত |

Apr 21, 2021 | 8:38 PM

যত মানুষ নমুনা পরীক্ষা করিয়েছেন, তাঁদের মধ্যে ২১.৫৬ শতাংশই শনাক্ত হয়েছেন এই ভাইরাসে।

বঙ্গে করোনার রেকর্ড, প্রথমবার ১০ হাজার পেরল দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত ৫৮
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: রাজ্য রেকর্ড গড়ল করোনা। এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল বঙ্গে। রাজ্যে করোনা ভাইরাসের প্রবেশ ঘটার পর বুধবার এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারে গণ্ডি ছাড়াল। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১০ হাজার ৭৮৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। উৎকণ্ঠা বাড়িয়েছে পজিটিভিটির হারও। যত মানুষ নমুনা পরীক্ষা করিয়েছেন, তাঁদের মধ্যে ২১.৫৬ শতাংশই শনাক্ত হয়েছেন এই ভাইরাসে।

দৈনিক মৃত্যুর নিরিখেও কার্যত নতুন রেকর্ড সৃষ্টি করেছে রাজ্য। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। চলতি বছরে ২৪ ঘণ্টার ব্যবধানে একসঙ্গে এতগুলি প্রাণ এর আগে কাড়েনি করোনা। মোট আক্রান্তের মধ্যে ২৫৬৮ জনই কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ২১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ভিডিয়ো: হাসপাতালে অক্সিজেন লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত বেড়ে ২২

বাকি জেলাগুলির ছবিও ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৬৪৬ জন, হাওড়ায় ৬২৬ জন, হুগলিতে ৫২৩ জন, বীরভূমে ৫৮০ জন, পশ্চিম বর্ধমানে ৫৫৬ জন, পূর্ব বর্ধমানে ২৯৬ জন, মালদহে ৪৫৪ জন, মুর্শিদাবাদে ৪৬২ জন, দার্জিলিঙে ২৬২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ‘এটা কি ব্যবসা করার সময়?’ ভ্যাকসিনের দামের ফারাকে ক্ষুব্ধ মমতা, চিঠি দেবেন মোদীকে

Next Article