কলকাতা: চাঁদনি চক মেট্রো স্টেশনে ফের ঝাঁপ। ব্যাহত মেট্রো পরিষেবা। আপ লাইনে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। ডাউনে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। দিনের ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে নিত্য যাত্রীরা। ক্ষোভ উগরে দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে চাঁদনি চক স্টেশনে বেলা ১২.১২ মিনিট নাগাদ। সে সময়ে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর সামনে আপ লাইনে ঝাঁপ মারেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই ব্যক্তি ইতঃস্তত স্টেশনে ঘুরছিলেন। তাঁকে দেখে অস্বাভাবিক কিছুই মনে হয়নি। মেট্রো স্টেশনে ঢোকা মাত্রই তিনি লাফ মারেন। ইঞ্জিনের নীচে ওই ব্যক্তির শরীরের একাংশ ঢুকে যায়। মেট্রো দাঁড় করিয়ে দেওয়া হয়।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আপ লাইনে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। ডাউনে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। মাঝ বরাবর স্টেশনগুলোতে মেট্রো চলছে না। যতক্ষণ উদ্ধারকার্য চলবে, ততক্ষণ পরিষেবা ব্যহত থাকবে বলেই মেট্রোর তরফে জানানো হয়েছে।
এখন বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। সময়ে কর্মস্থলে পৌঁছতে না পারায় ক্ষোভ উগরে দিচ্ছেন কেউ কেউ। কেউ আবার বিকল্পভাবে যাওয়ার ব্যবস্থা করছেন।