WB HS Exams 2022: বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি, বড় ঘোষণা সংসদের

Mar 07, 2022 | 5:03 PM

West Bengal HS Exams Date: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত সংসদের।

WB HS Exams 2022: বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি, বড় ঘোষণা সংসদের
পরীক্ষার দিন বদল

Follow Us

কলকাতা: বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। চারটি পরীক্ষার দিন বদল হল। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জন্য উচ্চ মাধ্যমিকের চারটি পরীক্ষার দিন বদল করা হচ্ছে। বাকি পরীক্ষার দিনগুলি অপরিবর্তিত থাকছে। একতরফা ভাবে জয়েন্ট এন্ট্রান্সের রুটিন প্রকাশ করা হয়েছে বলে দাবি সংসদের।

কোন পরীক্ষা কবে

১৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে।

১. ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল, সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল।

২. ১৬ তারিখে যে সব পরীক্ষার হওয়ার কথা ছিল, সেগুলি হল রসায়ন, সাংবাদিকতা, সংস্কৃত, আরবি, ফরাসি। এই পরীক্ষাগুলি হবে, ১৩ এপ্রিল।

৩. ১৮ এপ্রিল ছিল স্ট্যাটিসটিক্স, ভূগোল, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা। বদলে সেই পরীক্ষা হবে ২৫ এপ্রিল।

৪. ২০ এপ্রিল ছিল অর্থনীতির পরীক্ষা, যা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে।

মূলত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণেই এই দিনগুলি বদল করতে হয়েছে। একই দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়ে যাওয়ায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারত। তাই এই সিদ্ধান্ত। সংসদের তরফে জানান হয়েছে, এই ঘটনা নজিরবিহীন। কোনও একটি রাজ্যের বোর্ডের অসুবিধা হলে, জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ দিন বদল করবে না। তাই সংসদকেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

গত বছর করোনা পরিস্থিতির জেরে হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পূর্ব পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ফল প্রকাশ করা হয়েছিল। এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফের অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। আর তার আগেই বদল হল সূচী। তবে পরীক্ষা শুরুর দিন অপরিবর্তিত রয়েছে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

এ দিকে, সূচি অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষা শুরু হচ্ছে ১৬ এপ্রিল থেকে, চলবে ২১ এপ্রিল পর্যন্ত। আর সেই পরীক্ষার সূচি সামনে আসার পরই শুরু হয় বিভ্রাট।

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকের সময়ও ইন্টারনেট বন্ধ থাকবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিয়ো গ্রাফি হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : West Bengal Assembly: ‘হেরেও লজ্জা নেই বিজেপির’, বিধানসভায় রাজ্যপালকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন মমতা

Next Article