কলকাতা: সোনা থেকে গরু, পাচারের হাজারও কিস্সা শোনা যায় সীমান্ত এলাকায়। এবার ভারত-বাংলাদেশ সীমান্তে মৃত বানর ও মরা ভালুক পাচারের চেষ্টার অভিযোগ উঠল। এক বাংলাদেশি বন্যপ্রাণ পাচারকারীকে আটক করেছে বিএসএফ। উত্তর ২৪ পরগনার গোবর্ধার ঘটনা। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমা চৌকি গোবর্ধায় ১০২ তম ব্যাটালিয়ন বিএসএফ-এর এই সাফল্য।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
সূত্রের খবর, গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গোবর্ধা সীমান্ত ফাঁড়ির জওয়ানরা নজরদারি বাড়ান। রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ থার্মাল ইমেজারে কর্তব্যরত জওয়ানরা দেখেন তিনজন বস্তায় করে কিছু একটা নিয়ে বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে আসছেন। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান জওয়ানরা।
চোরাকারবারীদের ঘিরে ফেলতে গেলে দুই চোরাকারবারী স্থানীয় এক কলাবাগানে লুকিয়ে বাংলাদেশের দিকে পালায়। তবে একজনকে ধরে ফেলে বিএসএফ। এলাকা তল্লাশি চালিয়ে দু’টি বস্তা উদ্ধার হয়। সেই বস্তার ভিতর ছিল মৃত বানর ও মরা ভালুক বাচ্চা। স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে বাংলাদেশিকে। জনসংযোগ আধিকারিক ডিআইজি (দক্ষিণবঙ্গ সীমান্ত) একে আর্য জানান, বিএসএফ সবসময় নিজেদের প্রতিজ্ঞায় অটল। এইভাবে বন্যপ্রাণী পাচার প্রতিরোধ তা বুঝিয়ে দিয়েছে।