সেন্ট্রাল পার্কের ভিতরে ভাসছে মরা মাছ! সৌন্দর্যায়নের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 09, 2021 | 12:04 PM

Central Park: গত কয়েকদিন ধরেই এই দৃশ্য চোখে পড়ছে প্রাতঃভ্রমণকারীদের। কেন এমন অবস্থা, তা নিয়ে উঠছে প্রশ্ন

সেন্ট্রাল পার্কের ভিতরে ভাসছে মরা মাছ! সৌন্দর্যায়নের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন
জলাশয়ে এ ভাবেই ভাসছে মাছ (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: সল্টলেক সেন্ট্রাল পার্কের ভিতরে জলাশয়ে ভেসে উঠছে একাধিক মরা মাছ। বনবিতানের জলাশয়ে সেই দৃশ্য গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। কেন এই মাছের মড়ক? তা স্পষ্ট নয়। ওই জলাশয় সৌন্দর্যায়নেরই একটা অঙ্গ। কিন্তু সেই জলাশয় ভরে উঠেছে কচুরিপানায়। আর তার মাঝেই ভাসছে মরা মাছ। অক্সিজেনের অভাবে এ ভাবে মাছের মৃত্যু হচ্ছে বলেই প্রাথমিক অনুমান কর্তৃপক্ষের।

আজ, শুক্রবার সকালে সেন্ট্রাল পার্কে গিয়ে মরা মাছ ভাসতে দেখে সেন্ট্রাল পার্ক কর্তৃপক্ষকে খবর দেন প্রাতঃভ্রমণকারীরা। গত চার দিন ধরে এ ভাবেই সেন্ট্রাল পার্কের জলাশয় প্রচুর মাছ মারা যাচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, জলাশয় প্রচুর পরিমাণে কচুরিপানায় ভরে গিয়েছে। ঠিক ভাবে পরিষ্কার করছে না কর্তৃপক্ষ। সেই কারণে জল দূষিত হচ্ছে। জলে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, তার ফলেই এ ভাবে মাছের মৃত্যু হচ্ছে। মাছ মরে গিয়ে জল আরও দূষিত হচ্ছে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন: এসএসকেএম-এ #MeToo: মানসিক নির্যাতনে দু’ছর আগেই সরব হয়েছিলেন সহকর্মীরা

রাজ্য সরকারের অধীনে থাকা এই বনবিতানের সৌন্দর্যায়ন নিয়ে তাই উঠেছে প্রশ্ন। তবে কি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না? তা নিয়েই উঠছে প্রশ্ন।

Next Article