কলকাতা: যাদবপুর-কাণ্ডে বর্তমানে উত্তাল বঙ্গ রাজনীতি। বামেরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি তুলে পথে নেমেছে। তাঁদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় চাপা পড়েছে ছাত্র। অন্যদিকে, তৃণমূল এই গোটা বিষয়টি ভিত্তিহীন বলে দাবি তুলেছে। এর আগে মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য খাতায়-কলমে এঁকে বুঝিয়েছিলেন শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়েনি যাদবপুরের পড়ুয়া। মঙ্গলবার ফের সেই একই ইস্যুতে সরব হলেন তিনি।
এ দিন, দেবাংশু বলেন, “একটি ছবি ভাইরাল হয়েছে। যে ভিডিয়ো থেকে এই ছবিটা নেওয়া হয়েছে সেই ভিডিয়োটা কোথায়? গতকাল সৃজনদারা সাংবাদিক বৈঠক করে যে ভিডিয়ো দেখিয়েছে সেটা গাড়ির পিছনের দিক থেকে তোলা। সেখানে কেউ পড়ে অন্য কোথাও চলে যাচ্ছে বোঝা যাচ্ছে। আর এই ভিডিয়োটা কই?”
তিনি এও বলেন, “কেউ বিশ্বাস করেনি। এত বড় গাড়ি চলে গেলে শুধু চোখে চোট লাগে? কীভাবে সম্ভব? যদি চোখের উপর দিয়ে টায়ার যায় তাহলে তার আগে নাকের হাড়, চোখের হাড়, ভাঙতে হবে। কিন্তু ইন্দ্রানুজের কী হয়েছে? ওর শুধু চোখে লেগেছে।” বস্তত, সোমবার হাসপাতাল থেকে আহত ইন্দ্রানুজ রায় নিজেই বলেছিলেন তাঁর চোখ ও পায়ের পাতায় আঘাত লেগেছে।
উল্লেখ্য, ভাঙড়ের একটি স্কুলে এক শিক্ষিকাকে জগ ছু়ঁড়ের মারার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্যে। নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের। এ দিন সেই প্রসঙ্গ টানেন তৃণমূলের এই যুব নেতা। একটি ভিডিয়ো দেখান। তারপর প্রসঙ্গ টানেন আরাবুল ইসলামের। তাঁর বক্তব্য,”রাজ্যের মন্ত্রীর দিকে অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে। তাঁকে বিভিন্ন আঙুল দেখানো হচ্ছে। যে কাজ আরাবুল ইসলাম করে সমালোচিত হয়েছিলেন, একই ঘটনা এসএফআই-করল তখন অন্য বামপন্থী বন্ধুরা চুপ কেন?”
কলকাতা: যাদবপুর-কাণ্ডে বর্তমানে উত্তাল বঙ্গ রাজনীতি। বামেরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি তুলে পথে নেমেছে। তাঁদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় চাপা পড়েছে ছাত্র। অন্যদিকে, তৃণমূল এই গোটা বিষয়টি ভিত্তিহীন বলে দাবি তুলেছে। এর আগে মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য খাতায়-কলমে এঁকে বুঝিয়েছিলেন শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়েনি যাদবপুরের পড়ুয়া। মঙ্গলবার ফের সেই একই ইস্যুতে সরব হলেন তিনি।
এ দিন, দেবাংশু বলেন, “একটি ছবি ভাইরাল হয়েছে। যে ভিডিয়ো থেকে এই ছবিটা নেওয়া হয়েছে সেই ভিডিয়োটা কোথায়? গতকাল সৃজনদারা সাংবাদিক বৈঠক করে যে ভিডিয়ো দেখিয়েছে সেটা গাড়ির পিছনের দিক থেকে তোলা। সেখানে কেউ পড়ে অন্য কোথাও চলে যাচ্ছে বোঝা যাচ্ছে। আর এই ভিডিয়োটা কই?”
তিনি এও বলেন, “কেউ বিশ্বাস করেনি। এত বড় গাড়ি চলে গেলে শুধু চোখে চোট লাগে? কীভাবে সম্ভব? যদি চোখের উপর দিয়ে টায়ার যায় তাহলে তার আগে নাকের হাড়, চোখের হাড়, ভাঙতে হবে। কিন্তু ইন্দ্রানুজের কী হয়েছে? ওর শুধু চোখে লেগেছে।” বস্তত, সোমবার হাসপাতাল থেকে আহত ইন্দ্রানুজ রায় নিজেই বলেছিলেন তাঁর চোখ ও পায়ের পাতায় আঘাত লেগেছে।
উল্লেখ্য, ভাঙড়ের একটি স্কুলে এক শিক্ষিকাকে জগ ছু়ঁড়ের মারার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্যে। নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের। এ দিন সেই প্রসঙ্গ টানেন তৃণমূলের এই যুব নেতা। একটি ভিডিয়ো দেখান। তারপর প্রসঙ্গ টানেন আরাবুল ইসলামের। তাঁর বক্তব্য,”রাজ্যের মন্ত্রীর দিকে অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে। তাঁকে বিভিন্ন আঙুল দেখানো হচ্ছে। যে কাজ আরাবুল ইসলাম করে সমালোচিত হয়েছিলেন, একই ঘটনা এসএফআই-করল তখন অন্য বামপন্থী বন্ধুরা চুপ কেন?”