Debanshu Bhanttacharya: CPM-এর ৬ শতাংশ লোক তৃণমূলের হয়ে গেল? লাল ক্ষতে দেবাংশুর নুনের ছিটে

Debanshu Bhanttacharya: দেবাংশু আবার সামাজিক মাধ্য়মে পাল্টা পোস্ট করেছেন। সিপিএমের লোগোর সেই ছবি পোস্ট করে তিনি বলেছেন, "এই ছবির জন্য পারফেক্ট হেডলাইন কোনটা?", দেবাংশুর প্রশ্ন, "নীল সাদায় মিশে গেল সিপিএম?" রূপম ইসলামের গান ধার করে, লিখেছেন, "আজ নীল রঙে মিশে গেল লাল?"

Debanshu Bhanttacharya: CPM-এর ৬ শতাংশ লোক তৃণমূলের হয়ে গেল? লাল ক্ষতে দেবাংশুর নুনের ছিটে
দেবাংশু ভট্টাচার্যের খোঁচাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2025 | 5:51 PM

কলকাতা: লাল থেকে এবার আকাশি নীলে সিপিএম। আর সিপিএমের এই রঙ ‘বদলেই’ রাতরাতি তোলপাড় ফেলল রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তবে কি  হাল ফেরাতে এবার কি নীলে ভরসা লালের? সামাজিক মাধ্যমে সিপিএমের কভার ফটো ও ডিপি-তে বদল। নীল আকাশ, সাদা মেঘের ওপরে হলুদ কাস্তে হাতুড়ি। কভার ফটোতে ২০ এপ্রিলে ব্রিগেড কর্মসূচির উল্লেখ। আর তাতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বিপক্ষরা বলছেন, তবে কি ভোট পেতে লাল ছেড়ে নীলে ভরসা সিপিএমের?
কটাক্ষ করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

দেবাংশু আবার সামাজিক মাধ্য়মে পাল্টা পোস্ট করেছেন। সিপিএমের লোগোর সেই ছবি পোস্ট করে তিনি বলেছেন, “এই ছবির জন্য পারফেক্ট হেডলাইন কোনটা?”, দেবাংশুর প্রশ্ন, “নীল সাদায় মিশে গেল সিপিএম?” রূপম ইসলামের গান ধার করে, লিখেছেন, “আজ নীল রঙে মিশে গেল লাল?” কটাক্ষের সুরে আরও লিখেছেন, মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল?


দেবাংশু বলেন, “নীলকে সবাই আপন করে নিচ্ছে। ৬ শতাংশ লোক আপন করা থেকে বাকি ছিল। সেটা অফিসিয়ালি হয়ে গেল। বাকি তো আকাশে কাস্টে হাতুড়ি ভাসছে।সুনীতা উইলিয়ামস ৯ মাস মহাশূন্যে কাটানোর পর শেষমেশ মাটিতে নেমেছেন। সিপিএম চার বছর হয়ে গেল মহাশূন্যে ভাসছে, নামতে পারেনি এখনও। পাঁচ বছরে পারবে কিনা, গ্যারান্টি নেই।”

প্রসঙ্গত, শনিবার রাতে রাজ্য সিপিএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নীল আকাশ সাদা মেঘের মাছে বিরাজমান কাস্তে হাতুড়ি। তবে এ কাস্তে-হাতুড়ির রং লালের পরিবর্তে সোনালি। ডিপি বদলাতেই উল্কা গতিতে ছড়িয়ে পড়ে বিতর্ক। ধেয়ে আসতে শুরু করে কটাক্ষ।

তবে দেবাংশুর বক্তব্য নিয়ে মুখ খুলেছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। তাঁর বক্তব্য, “সোশ্যাল মিডিয়ায় কোনও রঙ ব্যবহারের ওপর তো নিষেধাজ্ঞা নেই। রঙ কারোর আলাদা কেনা নয়।”