Debanshu Bhanttacharya: ‘নেত্রীর অসম্মানেও কেন চুপ থাকেন?’, দেবাংশুর নিশানায় কারা কারা?

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 31, 2025 | 11:46 AM

Debanshu Bhanttacharya: দেবাংশু বলেন, "আমাদেরও পরিবার রয়েছে। গা বাঁচিয়ে চলতে পারি। কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে, পুরসভা, লোকসভা, বিধানসভায় দাঁড়িয়েছিলেন কেন?"

Debanshu Bhanttacharya: নেত্রীর অসম্মানেও কেন চুপ থাকেন?, দেবাংশুর নিশানায় কারা কারা?
দেবাংশু ভট্টাচার্য
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এবার দলেরই একাংশের বিরুদ্ধে তোপ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তুলেছেন, নেত্রীর অপমানে কেন চুপ থাকেন? লড়াইয়ের সময়ে কেন ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? পদের দাবি জানানোর সময় তো গগনভেদ করেন? কিন্তু যুদ্ধের সময়ে মৌনব্রত? দলের একাংশের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন রাখেন দেবাংশু।

তিনি আরও লেখেন, “আমাদেরও পরিবার রয়েছে। গা বাঁচিয়ে চলতে পারি। কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে, পুরসভা, লোকসভা, বিধানসভায় দাঁড়িয়েছিলেন কেন?”


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেবাংশ এই পোস্ট তাঁরই দলের একাংশের উদ্দেশেই লিখেছেন। এই বিষয়টাকে কটাক্ষ করেছেন বিরোধীরা। সিপিএম নেতা শতরূপ ভট্টাচার্য বলেন, “দেবাংশুর পোস্টের শেষ লাইনে বোঝা যাচ্ছে যে তৃণমূলের লোকেরা তৃণমূলের হয়ে কিছু বলতে গেলে পরিবারের কাছে ছোট হয়ে যেতে হয়। আরজি করের ধর্ষণ, চুরি, ধর্ষণকে সমর্থন হলে পরিবারের কাছে ছোট হয়ে যায়। তৃণমূলের একাংশ ছাত্র সংগঠনের জন্য তৃণমূল করে না, পয়সা বাড়ানোর জন্য তৃণমূল করে। এখন দেবাংশুর বোধদয় হয়েছে। কারণ এক বছর পর বিধানসভা ভোট। এখন ওদেরকে প্রমাণ করতে হবে, নেত্রীর কে কত বেশি ভক্ত।”

Next Article