Trina and Devlina Kumar 21st July: সাদা কুর্তি-শাড়িতে দেবলীনা-তৃণারা, হাসি মুখে বললেন, “দিদির থেকে সব সময় ভাল কিছু আশা করি”

21st July: আজ দুপুর নাগাদ একসঙ্গে দেখা গেল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার ও অভিনেত্রী তৃণা সাহাকে। দেবলীনা পরেছেন সাদা শাড়ি, আর ত্রিণা কুর্তি। এ দিন তৃণা জানান যে প্রতিবছরই তাঁরা একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করে থাকেন।

Trina and Devlina Kumar 21st July: সাদা কুর্তি-শাড়িতে দেবলীনা-তৃণারা, হাসি মুখে বললেন, দিদির থেকে সব সময় ভাল কিছু আশা করি
দেবলীনা তৃণাImage Credit source: Tv9 Bangla

Jul 21, 2025 | 1:05 PM

কলকাতা: ধর্মতলায় চাঁদের হাট। একুশে জুলাই উপলক্ষে তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন উপস্থিত হচ্ছেন তেমনই বাংলা সিরিয়াল-সিনেমার একাংশ অভিনেত্রীদেরও দেখা যাচ্ছে ধর্মতলায়। সকলেই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেইদিকে।

আজ দুপুর নাগাদ একসঙ্গে দেখা গেল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার ও অভিনেত্রী তৃণা সাহাকে। দেবলীনা পরেছেন সাদা শাড়ি, আর ত্রিণা কুর্তি। এ দিন তৃণা জানান যে প্রতিবছরই তাঁরা একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করে থাকেন।

তৃণা বলেন, “প্রতিবছর অপেক্ষা করে থাকি এই দিনের জন্য সাপোর্ট করব। সেই জন্যই এসেছি। দিদির থেকে সব সময় ভাল কিছুই আশা করি। আর উনিও সেইটাই করি।” অপরদিক, দেবলীনা বলেন, “আমি এখানে বহু বছর ধরেই আসছি। এখন মানুষ চেনেন বলে তাই…কিন্তু অনেক দিন ধরেই আসছি।”

এ দিকে, ধর্মতলায় ইতিমধ্যেই পৌঁছেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক এসেই প্রথমে শহিদ বেদীতে মাল্যদান করেন। তারপর ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করেন তিনি।