Dengue in West Bengal: ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে, একদিনে আক্রান্ত ২৯২

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Sep 04, 2022 | 11:59 PM

Dengue in West Bengal: শনিবার রাজ্যে মোট ২ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে সরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে ২ হাজার ১৯১ জনের নমুনা। আর বাকি ৫৬৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে বেসরকারি ল্যাবে।

Dengue in West Bengal: ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে, একদিনে আক্রান্ত ২৯২
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে

Follow Us

কলকাতা: করোনা নিয়ে কিছুটা উদ্বেগ কমেছে রাজ্যে। আর এই স্বস্তির মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যে ডেঙ্গিতে (Dengue Cases in Bengal) আক্রান্ত হয়েছেন ২৯২ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন। গত কয়েকদিনে হুগলি ও হাওড়ায় একাধিক ব্যক্তির ডেঙ্গিতে মৃত্যুর আবহে এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন চিকিৎসকরা।

একদিনে হাসপাতালে ভর্তির দিক থেকে প্রথমে রয়েছে জলপাইগুড়ি ও মুর্শিদাবাদ। জলপাইগুড়িতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১৬ জনকে। মুর্শিদাবাদে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনায় ১৫ জন, হুগলিতে ১২ জন আর হাওড়ায় ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন একদিনে।

এর আগে রাজ্যে মোট ২৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৬০ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন। জলপাইগুড়িতে ৪২ জন। হুগলিতে ৪০ জন এবং মুর্শিদাবাদে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, শনিবার রাজ্যে মোট ২ হাজার ৭৫৮ টি ডেঙ্গি এলাইজা পরীক্ষা হয়েছে। তার মধ্যে সরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে ২ হাজার ১৯১ জনের নমুনা। আর বাকি ৫৬৭টি ডেঙ্গি এলাইজা পরীক্ষা হয়েছে বেসরকারি ল্যাবে।

দু’দিন আগে হুগলির উত্তরপাড়ার এক যুবকের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃতের নাম সন্দীপকুমার মুখোপাধ্যায়। এক সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন তিনি। ওইদিনই হাওড়াতে এক বালকের মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত হয়ে। শুভম সরকার নামে বছর এগারোর ওই বালক বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন।

ডেঙ্গি নিয়ে এই উদ্বেগের মধ্যে চিকিৎসকরা বলছেন, জ্বর হলে চিকিৎসককে দেখান। প্রয়োজনে রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়লে নিয়মিতভাবে প্লেটলেট কাউন্ট করাতে হবে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে চিকিৎসকরা বলছেন।

Next Article