কলকাতা: শনিবার দক্ষিণ দমদমের বাসিন্দা কলেজ পড়ুয়ার মৃত্যু হয় ডেঙ্গি মশার কামড়ে। একদিন কাটতে না কাটতেই আবারও মৃত্যু মৃত্যুর খবর ওই এলাকা থেকে। মৃতের নাম শ্যামলী বন্দ্যোপাধ্যায় (৫৮)। তিনি দক্ষিণ দমদম পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের বাঙুর শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা।
হাসপাতাল সূত্রে খবর, শ্যামলীদেবী বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁকে ভর্তি করা হয় উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। সোমবার রাত্রিবেলা মৃত্যু হয় তাঁর। মৃত্যুর শংসাপত্রে তাঁর ডেঙ্গি উল্লেখ রয়েছে। এ দিকে, এলাকার কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত আবার মানতে নারাজ যে শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ডেঙ্গিতে হয়েছে। তিনি বলেন, “উনি পাঁচ-ছ বছর ধরে ভুগছিলেন বিভিন্ন রোগে। আজ ওনার স্বামী আমাদের বলেছেন ভদ্রমহিলা ডেঙ্গিতে মারা যায়নি। হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তবে সার্টিফিকেটে দুবার সই রয়েছে।” মৃতের মেয়ে বলেন, “১৯ সেপ্টেম্বর ডেঙ্গি রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন। শেষ তিন চারটে দিন খুব লড়াই করেছেন। এছাড়া আরও রোগও ছিল। তাই পারলেন না।”
সূত্রে খবর, এই নিয়ে দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। আক্রান্তের সংখ্যা এক হাজারের কাছাকাছি। তবে শুধু শ্যামলী বন্দ্যোপাধ্যায়ই নয়, পরেশ সাউ নামে ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাঁচারপাড়া এলাকার বাসিন্দার মৃত্যু হয় ডেঙ্গিতে।