Weather Update: নিম্নচাপেই বদলে গেল আকাশের চেহারা, পুজোর মুখে জারি হলুদ সতর্কতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 29, 2023 | 9:52 AM

Weather Update: শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শুক্রবার দুপুরের পর পর্যন্ত থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার সকাল থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়।

Weather Update: নিম্নচাপেই বদলে গেল আকাশের চেহারা, পুজোর মুখে জারি হলুদ সতর্কতা
কলকাতাতেও শুরু বৃষ্টি (ফাইল ছবি)
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: শহর থেকে শহরতলি জুড়ে এখন পুজোর ব্যস্ততা। একদিকে মণ্ডপের কাজে ব্য়স্ততা তুঙ্গে, অন্যদিকে দোকান-বাজারে ভিড় বাড়ছে। শরতের নীল আকাশের যে সময় পুজো পুজো গন্ধ ছড়িয়ে দেওয়ার কথা, সেই সময়ও তাল কাটল বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যে ভাবে শক্তি বাড়াচ্ছে, তাতে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যের বেশ কিছু জেলায়। কোনও কোনও জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এর ফলে পুজোর কাজে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টিক কারণে তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি।

গত দুদিন মোটামুটি রোদ ঝলমলে আকাশ ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রাতারাতি বদলে গেল সেই আকাশের চেহারা। নীল আকাশের দখল নিতে শুরু করেছে কালো মেঘ। উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও শক্তি বাড়িয়ে, বাংলা-ওড়িশার দিকে এগোবে নিম্নচাপ। ফলে বাড়বে বৃষ্টি।

আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের দুই জেলায় ও আগামিকাল শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই। সোমবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গেও। বৃষ্টিতে গরম কমবে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আশা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটার পাশাপাশি ডেঙ্গির বিপদ বাড়ার আশঙ্কাও রয়েছে।

শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শুক্রবার দুপুরের পর পর্যন্ত থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার সকাল থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়। সোমবার পর্যন্ত চলবে।

পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে।

Next Article