Atin Ghosh: অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়রের মা

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 01, 2024 | 5:58 AM

Atin Ghosh's mother death: মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। গত ২৭ জানুয়ারি ঘরের মধ্যে পুজোর কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে যায়। সঙ্গে-সঙ্গেই গীতাদেবীকে ভর্তি করা হয় হাসপাতালে। তিন দিনের মাথায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

Atin Ghosh: অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়রের মা
অতীন ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: প্রয়াত অতীন ঘোষের মা গীতা ঘোষ। বুধবার সকাল সাতটা নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। গত ২৭ জানুয়ারি ঘরের মধ্যে পুজোর কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়রের মা। শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে যায় তাঁর। তড়িঘড়ি গীতাদেবীকে ভর্তি করা হয় হাসপাতালে। তিন দিনের মাথায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

প্রসঙ্গত, কলকাতার নলিন সরকার স্ট্রিটের বাড়িতে থাকতেন অতীন ঘোষের মা। নিত্যদিনের মতো গত শনিবার সন্ধ্যে নাগাদ বাড়িতেই পুজো করছিলেন। জানা গিয়েছে, সেই সময় প্রদীপ জ্বালাতে গিয়ে কোনও ভাবে তাঁর শাড়ির আঁচলে আগুন ধরে যায়। বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গীতা দেবীর শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে তাঁকে সারিয়ে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু বয়স বাড়ার কারণে চিকিৎসায় সাড়া দিতে দেরি হচ্ছিল তাঁর। যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় অতীন ঘোষ বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছিলেন তিনি। এরপর আজ সকালে প্রয়াত হলেন ডেপুটি মেয়রের মা।

Next Article