
কলকাতা: গত কয়েক বছর ধরে রাজ্যে একাধিক মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সব জায়গাতেই একাধিক মামলাও চলছে। সেই সব মামলায় ইডি-র পক্ষে সওয়াল করে থাকেন বর্ষীয়ান আইনজীবী ধীরজ ত্রিবেদী। তিনি ডেপুটি সলিসিটর জেনারেল পদে রয়েছেন। সম্প্রতি আইপ্যাক-কাণ্ডের পর তিনি এক অদ্ভুত সমস্যায় পড়েন।তাঁর ফোন হ্যাক হয়ে যায়। সেই ঘটনার পর স্মার্টফোনই বদলে ফেললেন তিনি।
আইপ্যাক অফিসে তল্লাশি চালাতে গিয়ে বাধা পেতে হয়েছে, এমন অভিযোগ তুলে গত সপ্তাহেই কলকাত হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। ঘটনার পরের দিনই ছিল শুনানি। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ এজলাসে ঢুকে ধীরজ ত্রিবেদী জানান, আচমকা তাঁর ফোন হ্যাক হয়ে গিয়েছে। তিনি জানান, হঠাৎ করেই তাঁর হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে গিয়েছে, ফোন করে বিভিন্ন নম্বরে ফোন চলে যাচ্ছে। পরে উপস্থিত আইনজীবীরা বলেন, আগে মূল মামলা শোনা হোক। থেমে যান ত্রিবেদী।
সেই দিন এজলাসে হট্টগোলের কারণে মামলা শোনা হয়নি। বিচারপতি ঘোষ শুনানি স্থগিত করে অন্য দিন ধার্য করে দেন। এরপর আর শুনানি হয়নি। আজ, বুধবার, ১৪ জানুয়ারি ছিল সেই শুনানির দিন। এদিন আদালতে উপস্থিত ছিলেন ধীরজ ত্রিবেদী। কিন্তু তাঁর হাতে ছিল না স্মার্টফোন। একটি ছোট্ট কিপ্যাড মোবাইল দেখা যায় তাঁর হাতে। হাতের তালুর মধ্যে ধরে যায়, এতটাই ছোট ফোনটি।
ভাল করে দেখে বোঝা যায় Kechaoda নামে এক চিনা সংস্থার মোবাইল এটি। বিভিন্ন অনলাইন রিটেল সংস্থায় দেখা যাচ্ছে, এই ফোনটির দাম ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে। সেই ফোন হাতে নিয়ে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল এদিন বলেন, ‘আর হ্যাক হবে না।’ তবে কীভাবে তাঁর ফোনটি হ্য়াক হল, তা স্পষ্ট নয়।