Durga Angan: হাজার স্তম্ভ, ৫৪টি সিংহ মূর্তি, ২০০০০০ বর্গফুট জুড়ে কী কী থাকবে দুর্গা অঙ্গনে
New Town: বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন, সরকারি টাকায় কীভাবে মন্দির তৈরি করা হচ্ছে। এদিন মমতা বলেন, "দুর্গা মন্দিরের ট্রাস্টে যা টাকা জমা পড়েছে, তাতে মায়ের মূর্তির দাম উঠে এসেছে। বাকিটা হিডকো থেকে খরচ করতে হবে। আমাদেরও ২৫০-৩০০ কোটি টাকা দিতে হবে কার পার্কিং সহ বিভিন্ন খাতে।"

কলকাতা: যেমন ভাবা, তেমন কাজ। দুর্গা অঙ্গনের ক্ষেত্রে এ কথা বলাই যায়। ঘোষণা করার কয়েক মাসের মধ্যেই ভিত্তি প্রস্তর স্থাপন করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার নিউ টাউনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেন, ওই দুর্গা অঙ্গনের ভিতরে ঠিক কী কী থাকবে। ২ লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে কী পরিকল্পনা করা হয়েছে, সেই বর্ণনাও দিয়েছেন তিনি। সেই সঙ্গে ফান্ড নিয়েও এদিন কথা বলেছেন মমতা।
কী কী থাকবে দুর্গা অঙ্গনে
২ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে তৈরি হবে অঙ্গন। মন্দিরের মাঝে উঠোনে ১ হাজার লোক একসঙ্গে বসে থাকতে পারবেন।
সবুজে ঘেরা খোলা চত্বর রাখা হয়েছে। তার চারপাশ দিয়ে ২০ ফুট চওড়া রাস্তা করা হচ্ছে।
১০০৮টি স্তম্ভ তৈরি করা হচ্ছে। নকশা করা খিলান দিয়ে পথটি সাজানো হচ্ছে।
মূল গর্ভগৃহের উচ্চতা হবে, ৫৪ মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে ১০৮ দেবদেবীর মূর্তি ও ৫৪টি সিংহমূর্তি বসানো হবে।
মূল মণ্ডপ ছাড়াও থাকবে সিংহ দুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড। শিব, গনেশ, কার্তিক, সরস্বতীর আলাদা আলাদা মণ্ডপ থাকবে।
পুরো চত্বরে ৩০০-র বেশি গাছ, ১০০০ ফুল গাছ লাগানো হবে। গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি করা হচ্ছে।
মাত্র ২০ শতাংশ জায়গায় এসি থাকবে, বাকিটায় প্রকৃতির হাওয়া।
মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হওয়া ট্রাস্ট এই মন্দিরের দেখাশোনা করবে।
কোটি কোটি টাকা কোথা থেকে আসবে?
বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন, সরকারি টাকায় কীভাবে মন্দির তৈরি করা হচ্ছে। এদিন মমতা বলেন, “দুর্গা মন্দিরের ট্রাস্টে যা টাকা জমা পড়েছে, তাতে মায়ের মূর্তির দাম উঠে এসেছে। বাকিটা হিডকো থেকে খরচ করতে হবে। আমাদেরও ২৫০-৩০০ কোটি টাকা দিতে হবে কার পার্কিং সহ বিভিন্ন খাতে।”
