Mamata-Teachers Meeting: গেট পাস ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হাজির ‘চিহ্নিত অযোগ্যরা’, ক্ষেপে গিয়ে সুর চড়াল ‘যোগ্য’ চাকরিহারারা
Mamata-Teachers Meeting: কিন্তু সেই বৈঠক শুরুর আগেই চড়ল পারদ। কারা বৈঠকে যোগ দেবেন, কারা দেবেন না, সেই নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে বাঁধলেন চাকরিহারারা।

কলকাতা: কে যোগ্য, কেই বা অযোগ্য? মমতার বৈঠকে ঢুকবেন কারা? এই নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে সংঘাত বাঁধল চাকরিহারাদের মধ্যে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পেনের খোঁচায় বাংলায় বাতিল হয়েছে একটা গোটা শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন ২৬ হাজার। শীর্ষ আদালত জানিয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব নয়, তাই এই সিদ্ধান্ত। বলা বাহুল্য, সেই রিপোর্টে কিছু অযোগ্য ঠাঁই পেয়েছে, তবে সেটাই চূড়ান্ত সংখ্যা নয়।
অযোগ্যদের ‘পাপের শাস্তি’ পেতে হয়েছে যোগ্যদের। যা নিয়ে বঙ্গের অন্দরে যতটা না রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে, তার চেয়েও ঢের বেশি তৈরি হচ্ছে জনরোষ। এমন পরিস্থিতিতে সোমের দুপুরে শিক্ষকদের সঙ্গে আগাম বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই শহিদ মিনার থেকে হুঁশিয়ারি দিয়ে চলেছে চাকরিহারা শিক্ষকরা। ডাক দিয়েছে নবান্ন অভিযানেরও। ফলত, এই সরগরম পরিস্থিতিকে শিথিল করার একমাত্র পথই মমতার বৈঠক, মত একাংশের।
কিন্তু সেই বৈঠক শুরুর আগেই চড়ল পারদ। কারা বৈঠকে যোগ দেবেন, কারা দেবেন না, সেই নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে বাঁধলেন চাকরিহারারা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বৈঠকের জন্য আহ্বান জানালেও, পরবর্তীতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট করে দেন, এই বৈঠকে শুধুমাত্র যোগ দিতে যোগ্য়রাই। ‘চিহ্নিত অযোগ্যদের’ গেট পাস দেওয়া হবে না।
কিন্তু সেই ঘোষণার পরেও সোমবার সাত সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে হাজির হন সেই ‘চিহ্নিতরা অযোগ্যরা’। তাতেই ক্ষেপে যান যোগ্য চাকরিহারারা। আদালত দ্বারা ‘চিহ্নিত অযোগ্যদের’ একাংশের দাবি, ‘গেট পাসের কোনও সিস্টেম নেই। মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে আমাদের ডেকেছেন।’





