
কলকাতা: সিকিউরিটি চেক চলছিল বিমানবন্দরে। পরীক্ষা চলাকালীনই হতবাক হয়ে যান নিরাপত্তারক্ষীরা। বিমানবন্দরে যাত্রীর ব্যাগে কার্তুজ! ওই যাত্রীকে আটক করে তুলে দেওয়া হয় বিমানবন্দর থানায়। ব্যাগ পরীক্ষা করানোর সময় এই কার্তুজ নজরে আসে। এরপরই তাঁকে আটক করা হয়। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র মারফত খবর, কলকাতা থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৭২৭-তে গুয়াহাটি যাওয়ার কথা ছিল সেবানন্দ পাতর নামে ওই যাত্রীর।
বিমানে ওঠার আগে লাগেজ পরীক্ষা চলছিল। সেই সময়ই কম্পিউটারের স্ক্রিনে সন্দেহজনক ছবি দেখে আটকানো হয় ওই যাত্রীকে। শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে কার্তুজ উদ্ধার করে। .৩২ এমএম কার্তুজ উদ্ধার হয়। তবে এই কার্তুজের কোনও কাগজপত্র দেখাতে পারেননি তিনি। সে কারণেই বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় তাঁকে।
গত মে মাসেও এক যাত্রীকে কার্তুজ-সহ ধরা হয় বিমানবন্দরে। কলকাতা থেকে গুয়াহাটিগামী বিমান ধরার জন্যই ওই যাত্রীও এগোচ্ছিলেন। অরুণাচল প্রদেশের বাসিন্দা ওই যাত্রীর হাতব্যাগে ধাতব একটি জিনিস নজরে আসে। এরপর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ তাঁকে ধরে। অস্ত্র আইন মামলা রুজু করে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় তাঁকে। তিনিও কার্তুজ কোথায় নিয়ে যাচ্ছেন, তার জবাব দিতে পারেননি।