কলকাতা: ফের এক ছবিতে দেব মিঠুন। প্রজাপতি বিতর্কের মধ্যে জল্পনা উসকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট দেবের। মিঠুনের সঙ্গে ছবি পোস্ট তৃণমূলের অভিনেতা- সাংসদের। ক্যাপশনে লেখা এমনি। তবে কী কুণাল ঘোষকে ফের জবাব দিলেন দেব, ছবি ঘিরে শুরু রাজনৈতিক তরজা।
এর আগে আরও একবার মিঠুনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন দেব। সেটা জুলাই মাসের ঘটনা। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রীর গ্রেফতারির পরেই কলকাতায় এসেছিলেন মিঠুন চক্রবর্তী। কলকাতায় এসে বিস্ফোরক মন্তব্যও করেছিলেন মহাগুরু। মিঠুন দাবি করেছিলেন ৩৮ জন তৃণমূল বিধায়ক নাকি বিজেপির সঙ্গে ভাল সম্পর্কে রয়েছেন। তিনি এও দাবি করেন শাসক দলেন ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগও করেছেন। এসবের মাঝেই দেব সেসময়ে মিঠুনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। ইনস্টাগ্রামে মহাগুরুর সঙ্গে বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সেসময়ে প্রজাপতির শুটিং শেষ হয়েছে।
এবার কলকাতার সরকারি প্রেক্ষাগৃহে নন্দনে প্রজাপতির ঠাঁই না হওয়াকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। বড়দিনের আগে মুক্তি পেয়েছে এই সিনেমা। দেব-মিঠুন অভিনীত এই সিনেমা নিয়ে জোর চর্চা হয়েছে। এর পিছনে অনেকেই রাজনৈতিক গন্ধ পেয়েছেন। মিঠুন চক্রবর্তী বিজেপি করাতেই কি দেব-মিঠুন অভিনীত সিনেমা সরকারি প্রেক্ষাগৃহে স্থান পেল না? বিতর্ক ছিলই। এই নিয়ে নানা অভিজ্ঞ নানা মত দিয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে চিত্রনাট্য জগতের একাধিক ব্যক্তিত্ব নিজের মত প্রকাশ করেছেন।
এসবের মাঝেই দেব মিঠুন চক্রবর্তীর সঙ্গে আরও একটি ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন ‘এমনি এমনি’… সঙ্গে দেওয়া রয়েছে প্রজাপতির ছবিও। এই শীর্ষক ছবিটির আক্ষরিক অর্থ কী অন্য কিছু নাকি নেহাতই একজন সিনিয়রের হাত ধরে এগিয়ে চলেছেন তিনি।