
তথ্য সূত্র- সায়ন্ত ভট্টাচার্য, সুশোভন ভট্টাচার্য, আব্দুল আজিজ, সুপ্রিয় গুহ কলকাতা: দায় কার? বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ড তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন। দমকল মন্ত্রী বলছেন, হোটেল কর্তৃপক্ষের গাফিলতিতেই এত কাণ্ড! স্থানীয় বাসিন্দারা বলছেন, কাজ করেনি হোটেলের অগ্নি নির্পাপণ ব্যবস্থা। রিজার্ভার থাকলেও জল মেলেনি। দমকলের ডিজি রণবীর কুমারও বলছেন, হোটেলের ভিতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছুই ছিল না। অগ্নি নির্বাপণের জন্য ব্যবহৃত সিলিন্ডারও অনেক জায়গায় অকেজো অবস্থায় পড়েছিল। স্প্রিংকলার থাকলেও কাজ করিনি। জলের রিজার্ভারে জল চলছিল না। ৬ তলা বিলাসবহুল এই হোটেলে ঘরের সংখ্যা ৪২। প্রত্যেকদিনই মেছুয়া বাজারের ওই ব্যস্ত এলাকায় প্রচুর মানুষের...