
কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্লাস্টিক ও টায়ারের গুদামে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাইপাস সংলগ্ন বড় এলাকা। স্থানীয় বাসিন্দারই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। পরবর্তীতে আরও ইঞ্জিন আসে। কিন্তু, আগুন আর ধোঁয়ার দাপট এতই বেশি থাকে যে শুরু কাজ করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। তবে আশপাশের বাড়িগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ।
আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় কারখানার পাশেই দাঁড়িয়ে থাকা একটি লরিও। চোখের পলকেই দাউদাউ করে জ্বলে যায় সেটি। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকার এক বাসিন্দা বলছেন, “অবস্থা খুব খারাপ। চারদিকে আগুন ছড়িয়ে গিয়েছে।” আর এক বাসিন্দা বলছেন, “এখানে একটা ট্রান্সফোরমার রয়েছে। ওটা থেকেই আগুন লেগেছে। তারপর তা আশপাশের কারখানায় ছড়িয়ে যায়।”
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলছেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। কাজ হচ্ছে। আমাদের দু’জন সিনিয়র অফিসার ওখানে রয়েছেন। যেভাবে বেআইনিভাবে দাহ্য পদার্থ সবাই জমিয়ে রাখছে সেটা চিন্তার। আমরা তো আগুন নিভিয়ে দেব। কিন্তু, যাঁরা এ কাজ করছে তাঁদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আমরা এ নিয়ে বারবার মাইকিং করছি, মিটিং করছি। কিন্তু, লাইসেন্স ছাড়াই প্লাস্টিক, টায়ার জমা করছে। ওখানকার কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে। কর্পোরেশন থেকে যাতে বিষয়গুলি দেখা হয় সে কথা বলেছি।”