কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হৃদযন্ত্রে আরও দুটি স্টেন্ট বসানো হবে। জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তা কখন বসানো হবে, সেই নিয়ে মতবিরোধ রয়েছে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের মধ্যে। এক পক্ষের মত, কার্ডিয়াক অ্যারেস্টের তিনদিনের মধ্যে স্টেন্ট বসানো জরুরি। অন্যদিকে বাকি বিশেষজ্ঞদের একাংশের মত, তিনদিন পর, সাতদিনের মধ্যেও বসানো যায় স্টেন্ট। বিশেষজ্ঞদের তৃতীয় দলের মতে, এখনই আর স্টেন্ট প্রয়োজন নেই। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হোক।
স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার শহরে পৌঁছনর কথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি (Devi Shetty) এবং তাঁর সহকারীরা। তাঁর সঙ্গে শলা-পরামর্শ করার পরই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
সৌরভ যেখানে চিকিৎসাধীন, সেই বেসরকারি হাসপাতালের এক আধিকারিক বলেন, “সৌরভ আন্তর্জাতিক স্তরে পরিচিত। ফলে কোনও সিদ্ধান্ত নিতে আমাদের একটু ভাবতে হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। সেই কারণেই সবরকম মত বিবেচনা করে, সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুন: ডোনার ফোনে প্রধানমন্ত্রীর ফোন! মিনিট তিনেক কথা বললেন মহারাজ
রবিবার সকালেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সৌরভের অক্সিজেন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। সকালে চা, ছানা, টোস্ট খেয়েছেন। অনবরত পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। তাঁরা মনে করছেন, আপাতত ঝুঁকি কাটিয়ে উঠেছেন মহারাজ। তবে অ্যান্টিবায়োটিক চলছে। নতুন স্টেন্ট কতটা কাজ করছে তাও দিনভর নজরে রাখা হচ্ছে। এদিন হাসপাতালের দুপুরের বুলেটিনের পর ডোনা গঙ্গোপাধ্যায় জানান, কলকাতাতেই চিকিৎসা চলবে সৌরভের। তাঁকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।
এদিন সকালেই প্রাক্তন অধিনায়কের স্বাস্থ্যের খোঁজ নিতে এবার ফোন করলেন খোদ প্রধানমন্ত্রী হাসপাতাল সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ ডোনা গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত নম্বরে ফোন করেন নরেন্দ্র মোদী। প্রায় তিন-চার মিনিট কথা হয়। সৌরভ বর্তমানে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী ফোন করায় কিছুক্ষণ কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: ভাল আছেন সৌরভ, কলকাতাতেই চিকিৎসা হবে জানালেন ডোনা