AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডোনার ফোনে প্রধানমন্ত্রীর ফোন! মিনিট তিনেক কথা বললেন মহারাজ

হাসপাতাল সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ ডোনা গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত নম্বরে ফোন করেন নরেন্দ্র মোদী। প্রায় তিন-চার মিনিট কথা হয়।

ডোনার ফোনে প্রধানমন্ত্রীর ফোন! মিনিট তিনেক কথা বললেন মহারাজ
সৌরভকে প্রধানমন্ত্রীর ফোন, নিলেন স্বাস্থ্যের খোঁজ
| Updated on: Jan 03, 2021 | 7:57 PM
Share

কলকাতা: জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের স্বাস্থ্যের খোঁজ নিতে এবার ফোন করলেন খোদ প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। হাসপাতাল সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ ডোনা গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত নম্বরে ফোন করেন নরেন্দ্র মোদী। প্রায় তিন-চার মিনিট কথা হয়। সৌরভ বর্তমানে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী ফোন করায় কিছুক্ষণ কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

যাঁকে নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল সরগরম, খোদ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে আচমকাই। ফলে দাদার ভক্তকূল যেমন উদ্বেগে ছিল, তেমনই রাজনৈতিক মহলও বিশেষ আগ্রহ দেখায় সৌরভের স্বাস্থ্য নিয়ে। গতকালই ফোন করে তাঁর খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়ও। এদিন সকাল থেকেও ভিআইপিদের আসা-যাওয়া লেগে রয়েছিল উডল্যান্ডস হাসপাতাল চত্বরে। তবে এতকিছুর মধ্যেই যে খোদ প্রধানমন্ত্রীও ফোন করেছেন, সেই তথ্য বিকেলে প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: গেরুয়া নামাবলীতে এই প্রথম রাজপথে! মমতা-ফিরহাদের পাড়া ঘুরে মিছিল শোভন-বৈশাখীর

সূত্রের খবর, ডোনার ফোনে ফোন করে সৌরভের সঙ্গে মিনিট তিনেক কথা বলেন প্রধানমন্ত্রী। যে কোনও ধরনের সুবিধা-অসুবিধায় পাশে থাকারও বার্তা দেন। পাশাপাশি প্রয়োজন হলে বিদেশে গিয়েও চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বেহালার বাঁ-হাতি গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর কুশল নিতে ফোন করেন শচীন টেন্ডুলকর ও লতা মঙ্গেশকর। তাঁরা অবশ্য ডোনার সঙ্গেই কথা বলেছিলেন। রবিবার সকালে সৌরভের সতীর্থ তথা আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়েরও ফোন আসে। হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ। তাঁর হৃৎপিণ্ডে আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: কেউ যেন সৌরভকে মানসিক চাপ না দেন, অশোকের মন্তব্যে জল্পনা