Kolkata: রাজীব কুমারের হাতছাড়া হল এই পদ

Kolkata News: অপরদিকে, সংশোধনাগার দফতরের নতুন অতিরিক্ত মুখ্য সচিব হলেন হৃদেশ মোহন। তিনি এতদিন সর্বশিক্ষা ও গ্রন্থাকার দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার থেকে এই দায়িত্ব সামলাবেন আইপিএস রাজেশ কুমার।

Kolkata: রাজীব কুমারের হাতছাড়া হল এই পদ
রাজীব কুমার, আইপিএসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 04, 2025 | 12:33 PM

কলকাতা: আইপিএস বদলের পাশাপাশি কয়েকটি দফতরের সচিব স্তরে রদবদল করা হল। কয়েকজন সচিবকে যেমন দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তেমনই কয়েকটি পদে থেকে সরানো হয়েছে।

কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তথ্য ও প্রযুক্তি দফতর সূত্রে খবর, তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিজি রাজীব কুমারকে। মঙ্গলবার থেকে এই দায়িত্ব সামলাবেন অনুপ আগরওয়াল। এর আগে রাজ্যের এডিজি (সিআইডি) পদে থাকাকালীন ২০১৯ সালে আইপিএস অফিসার রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সাধারণ ভাবে ওই পদটি প্রশাসনের অন্দরে আইএএস-দের ‘ক্যাডার পোস্ট’ হিসাবেই চিহ্নিত ছিল।

অপরদিকে, সংশোধনাগার দফতরের নতুন অতিরিক্ত মুখ্য সচিব হলেন হৃদেশ মোহন। তিনি এতদিন সর্বশিক্ষা ও গ্রন্থাকার দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার থেকে এই দায়িত্ব সামলাবেন আইপিএস রাজেশ কুমার। এতদিন এই আইপিএস সংশোধনাগার দফতরের সচিব ছিলেন। উল্লেখ্য, আজই অপরদিকে, আইপিএসদেরও রদবদল হয়েছে। বিনীত গোয়েলকে এডিজি -আইজি এসটিএফর পাশাপাশি এডিজি-আইজি অ‍্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। অজ‍য় রানাডেকে সরানো হয়েছে হোমগার্ডে।