DGMO on BSF: শুধু সেনা নয়, জানেন রণাঙ্গনে ছিলেন এরাও? ধন্যবাদ জানালেন DGMO

DGMO on BSF: প্রসঙ্গত, ভারত-পাক সন্ত্রাসের আবহের মধ্যে সীমান্তে লাগাতার নজরাদারি চালাচ্ছে বিএসএফ। পাকিস্তান যখন দেশের ভিতরে জঙ্গি ঢোকাতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে,  সেই সময় তা কড়া হাতে দম করছে আধা সেনা।

DGMO on BSF: শুধু সেনা নয়, জানেন রণাঙ্গনে ছিলেন এরাও? ধন্যবাদ জানালেন DGMO
বৈঠকে তিন সেনাপ্রধানImage Credit source: Tv9 Bangla

May 12, 2025 | 6:05 PM

কলকাতা: পাকিস্তানের ‘সব’ শয়তানি ঘুচিয়ে দিয়েছে ভারতীয় সেনা। যতবার আঘাত হেনেছে ততবার পড়শি দেশের হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে সেনা। তবে শুধু সেনা নয়। পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে বিএসএফ-ও (BSF)। সামনে থেকে লড়াই করেছে তারা। এই আবহে আলাদা করে বিএসএফ-এর ভূমিকায় ডিজিএমও (DGMO)।

সোমবার সাংবাদিক বৈঠক করা হয়ে সেনাবাহিনীর তরফে। সেখানে ডিজিএমও বলেন, “বিএসএফকেও কৃতিত্ব দিতে হবে। ডিজি থেকে শুরু করে সীমান্তে পাহারারত শেষ জওয়ান সাহসিকতার সঙ্গে এই অপারেশনে অংশ নিয়েছে। পাকিস্তানের হামলা প্রতিহত করতে সেনার সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে এই লড়াই চালিয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, ভারত-পাক সন্ত্রাসের আবহের মধ্যে সীমান্তে লাগাতার নজরাদারি চালাচ্ছে বিএসএফ। পাকিস্তান যখন দেশের ভিতরে জঙ্গি ঢোকাতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে,  সেই সময় তা কড়া হাতে দম করছে আধা সেনা। সম্প্রতি, পাকিস্তানের গোলাগুলিতে শহিদও হয়েছেন একজন বিএসএফ জওয়ান। শুধু তাই নয়, লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করার সময় পাক অনুপ্রবেশকারীদের আটক করেছে তারা। একই সঙ্গে রবিবার পঞ্জাব থেকে হলুদ প্যাকেটে প্রচুর পরিমাণে আরডিএক্স উদ্ধার করে বিএসএফ। ফলে সেনার পাশাপাশি আধা সেনাও যে ‘ফ্রন্ট’ লাইনে একইভাবে লড়ে যাচ্ছেন এ দিন সেই প্রশংসাই করেন ডিজিএমও।