
কলকাতা: এবার নবান্নে চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম। নথি সব সবকিছু ডিজিটালকরণ করা হবে বলে জানা গিয়েছে। এমনকী সব জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখার ব্যবস্থা থাকছে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এই ডিজিটাল কন্ট্রোল রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
এডিজি আইনশৃঙ্খলার অধীনে নবান্নের তিনতলায় এই ডিজিটাল কন্ট্রোল রুমটি খোলা হচ্ছে। সেখানে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, দু’জন এএসআই এবং ৬ জন কনস্টেবল। আপাতত এই পুলিশকর্মীদের নিয়েই কন্ট্রোল রুম চালু করা হবে। দিনের ২৪ ঘণ্টাকে তিনটি শিফটে ভাগ করা হবে। ভাগ করে এই পরিষেবা চালু করা হবে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরবার প্রশ্ন তোলেন বিরোধীরা। মনে করা হচ্ছে, সেই ক্ষেত্রে নজরদারি আরও জোরদার করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে নবান্নের তরফে।
কিছুদিন আগেই কলকাতা পুলিশের মতো নবান্নের পুলিশ কন্ট্রোল রুম থেকেও কয়েক হাজার সিসি ক্যামেরার মনিটরিং শুরু হয়। রাজ্যের অবস্থা সরাসরি দেখতে পান পুলিশকর্তারা। মাস কয়েক আগেই সব জায়গার ছবি দেখার জন্য নবান্নে একটি আলাদা সিসি ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছিল, সেখান থেকে গোটা রাজ্যের সিসি ক্যামেরার ছবি দেখা যাচ্ছিল। পরে তার সঙ্গেই যুক্ত করা হয় ডিজি কন্ট্রোল রুম।