Dilip on Kunal: ‘নাড্ডার নির্দেশ’ অমান্য করতে বলেছেন কুণাল, কী বললেন দিলীপ?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 01, 2022 | 10:22 AM

Dilip on Kunal: দলবদলু বিজেপি দল চালাবে, এটা কোনওভাবেই মানতে চান না কুণাল ঘোষ। তাই মতপার্থক্য থাকলেও দিলীপের পাশেই দাঁড়াচ্ছেন কুণাল।

Dilip on Kunal: নাড্ডার নির্দেশ অমান্য করতে বলেছেন কুণাল, কী বললেন দিলীপ?

Follow Us

কলকাতা: একজন শাসক দলের মুখপাত্র আর অন্যজন বর্তমানে বাংলার কোনও পদে না থাকলেও বঙ্গ বিজেপির মুখ হিসেবেই পরিচিত। তাই বিভিন্ন ইস্যুতে দুজনের জবাব, পাল্টা জবাব বিনিময় লেগেই থাকে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কেউ কাউকে ছেড়ে কথা বলেননি কোনও দিন। কিন্তু আজ যখন দিলীপের রাজনৈতিক অবস্থান নিয়ে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, তখন আচমকাই শাসক দলের নেতাদের দিলীপের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে। এই নিয়ে পরপর দুবার কুণাল ঘোষকে দেখা গেল দিলীপের প্রতি সমর্থনের সুরে কথা বলতে। বুধবার ইকোপার্কে সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে দিলীপ উত্তর দিলেন কুণাল ঘোষকে। নিজের দল নিয়ে চিন্তা করার পরামর্শ দিলেন তিনি।

সম্প্রতি বাংলার দায়িত্ব থেকে কার্যত অব্যাহতি দেওয়া হয়েছে দিলীপকে। বাংলার বাইরে আট রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। শুধু তাই নয়, যে দিলীপ ঘোষকেই এত দিন যে কোনও রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করতে দেখা গিয়েছে, তাঁকেই মুখ খোলার সময় আরও সংযত থাকার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও দিলীপ ঘোষ দাবি করেছেন, তিনি দলের তরফে চিঠি পাননি। তবে সূত্রের খবর, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে সেই চিঠি দেওয়া হয়েছে। আর এ কথা প্রকাশ্যে আসতেই কুণাল ঘোষ বলেছেন, দিলীপ যেন ওই কেন্দ্রীয় নির্দেশ অমান্য করেন। তাঁর দাবি, দিলীপের সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও পুরনো দলের লোক বলে গুরুত্বপূর্ণ রাজনীতিক হিসেবেই দিলীপকে মনে করেন তিনি। কিন্তু, তৃণমূল ছেড়ে যাওয়া লোকজনের হাতে বিজেপির দায়িত্ব চলে যাক, এটা নাকি মানতে পারছেন না কুণাল।

কুণালের সেই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বুধবার বলেন, ‘কুণাল ঘোষ আমাকে নিয়ে চিন্তিত থাকেন। আমি কুণাল ঘোষকে বলব, আপনি নিজের দল নিয়ে চিন্তা করুন। ওতে আপনারও ভাল হবে, দলেও ভাল হবে।’ উল্লেখ্য, বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর দিলীপের পক্ষে মুখ খুলেছিলেন কুণাল।

এ দিকে, দিলীপের দাবি, প্রয়োজনের বাইরে কথা বলেন না তিনি। তাঁর মন্তব্য, দল বিড়ম্বনায় পড়েছে কি না তা দেখার জন্য দলে লোক আছে, তাঁরা দেখবেন। শুধু দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করেছেন দিলীপ।

Next Article