Dilip Ghosh: গোয়ার লোককে ভিখারি ভাবছেন! ‘গৃহলক্ষ্মী’ নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2021 | 9:17 AM

Dilip Ghosh: দ্বিতীয় বার গোয়া সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংগঠন বাড়াতে ও নির্বাচনী প্রচার কোন পথে চলবে, তা ঠিক করে দেবেন দলনেত্রী। তার আগেই ফের তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

Dilip Ghosh: গোয়ার লোককে ভিখারি ভাবছেন! গৃহলক্ষ্মী নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা : সম্প্রতি গোয়াবাসী জন্য় এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। ক্ষমতায় এলে প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল। গৃহলক্ষ্মী নামে সেই স্কিমের কথা বলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। আর তৃণমূলের সেই ঘোষণা নিয়ে কটাক্ষ করেছে বিরোধী শিবির। গতকাল টুইটে তৃণমূলকে খোঁচা দিয়েছেন পি চিদম্বরম। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার মানুষকে ভিখারি বলে মনে করছেন, তাই সেখানকার মানুষকে লোভ দেখাচ্ছেন।

সম্প্রতি গোয়ায় তৃণমূল ঘোষণা করেছে যে আগামী বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় এলে গৃহলক্ষ্মী স্কিম নিয়ে আসবে। ওই যোজনার আওতায় প্রত্যেক পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ প্রত্যেক মহিলা বছরে ৬০ হাজার টাকা পর্যন্ত পাবেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই স্কিম চালু হলে উপকৃত হবে গোয়ার সাড়ে তিন লক্ষ পরিবার। আরও জানানো হয়েছে যে এই স্কিম কার্যকর করতে হলে রাজ্য সরকারের খরচ হবে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা, যা রাজ্য বাজেটের ৬ থেকে ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে আবার গোয়া সফরে গিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘উনি চেষ্টা করে যান। ত্রিপুরায় গিয়ে দেখে নিয়েছেন। এবার গোয়ায় যাচ্ছেন। যেখানে পার্টি শুরু হয়নি, সেখানে গিয়ে নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। গোয়ার মানুষকে লোভ দেখাচ্ছেন। বাংলার লোককে ভিখারি বানিয়েছেন, গোয়ার লোককে এরকমই ভাবছেন হয়তো!’

গতকালই এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,  ওনারা যাচ্ছেন যান। বিজেপি ওখানে খুবই শক্তিশালী। মানুষ বুঝতে পারছেন ওনাদের গোয়ায় যাওয়া শুধুমাত্র ভোট বাড়ানোর জন্য। সেই জন্য মানুষকে প্রলোভন দেখানোর মতো যার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই এরকম ঘোষণা করেছেন।” সুকান্তের দাবি, ‘এটা ভোট বাড়ানোর কৌশল ছাড়া আর কিছুই নয়।’ বিজেপির রাজ্য সভাপতির বলেন,  ‘এই অবাস্তব ঘোষণাটা সে কারণেই করা হয়েছে কারণ ওনারা যে ক্ষমতায় আসবেন না সেটা ভাল করেই জানেন। ওনাদের সে টাকা দিতেও হবে না।’

এ দিকে, তৃণমূলের এই প্রতিশ্রুতিকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন গোয়ার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি লেখেন, ‘এই সহজ অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া উচিৎ।’ চিদম্বরমের টুইটের পাল্টা তৃণমূল সাংসদ তথা গোয়ার দায়িত্বপ্রাপ্ত মহুয়া মৈত্র টুইট করেন, ‘অর্থনীতি বলে করোনা পরবর্তী সময়ে মানুষের হাতে আরও বেশি করে নগদ টাকা দেওয়া কথা, কারণ এর ফলে মানুষের সাহায্য হবে।’

আরও পড়ুন : Adiganga: ভাসছে মৃত পশুর দেহ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের পরও আদিগঙ্গা নিয়ে হুঁশ ফেরেনি পুরসভার

Next Article