Dilip Ghosh: আবারও সক্রিয় দিলীপ ঘোষ? বহুদিন পর যাচ্ছেন সল্টলেকের পার্টি অফিসে

জানা যাচ্ছে, রাজ্য বিজেপির যে পার্টি অফিস রয়েছে সল্টলেকে সেখানে তিনি আসবেন। প্রায় তিন ঘণ্টা থাকার কথা রয়েছে। একই সঙ্গে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা যাচ্ছে। গতকাল সূত্র মারফত জানা গিয়েছিল, অমিত শাহ তাঁকে বলেছিলেন তৈরি থাকুন, কাজে করতে হবে।

Dilip Ghosh: আবারও সক্রিয় দিলীপ ঘোষ? বহুদিন পর যাচ্ছেন সল্টলেকের পার্টি অফিসে
দিলীপ ঘোষ, বিজেপি নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 01, 2026 | 11:46 AM

কলকাতা: বেশ কয়েকটা মাস বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সেই নিয়ে কম কাঁটাছেড়া হয়নি। এরপর বুধবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিলীপবাবু আলাদা ভাবে কথা বললেন, তখনই প্রশ্নটা উঠছিল তবে কি ফের ভোটের আগে আবার সক্রিয় হচ্ছেন তিনি? উত্তরটা হয়ত মিলবে আজ। কারণ, আজ তিনি আসতে পারেন সল্টলেকের দলীয় পার্টি অফিসে। গতকাল অমিত শাহের বৈঠকে ডাক পাওয়ার পর আলাদা করে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় দিলীপের। ভোটের আগে ফের সক্রিয়তার ইঙ্গিত বিজেপি রাজ্য সভাপতির।

জানা যাচ্ছে, রাজ্য বিজেপির যে পার্টি অফিস রয়েছে সল্টলেকে সেখানে তিনি আসবেন। প্রায় তিন ঘণ্টা থাকার কথা রয়েছে। একই সঙ্গে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা যাচ্ছে। গতকাল সূত্র মারফত জানা গিয়েছিল, অমিত শাহ তাঁকে বলেছিলেন তৈরি থাকুন, কাজে করতে হবে। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কারণ এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, “পদাধিকারী নই। তাই ডাক পাইনি।” এর আগে গত মে মাসে অমিত শাহর সফরেও দিলীপের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জলঘোলা তৈরি হয়েছিল। কেন তিনি ডাক পাননি, তা নিয়ে প্রকাশ্যে বিজেপির কোনও নেতাই মুখ খুলতে চাননি সে সময়ে। তবে ভোটের আগে অমিত শাহের সভায় ডাক পাওয়া নিতান্তই তাৎপর্যপূর্ণ। এখানে উল্লেখ্য, বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পরই শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন দিলীপ আবারও সক্রিয়ভাবে রাজনীতি করবেন বিজেপিতে।