Dilip Ghosh: ‘আমাকে দলের তরফে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিমন্ত্রণ করেনি, কর্মীরা করেছেন’, বিস্ফোরক দিলীপ

Dilip Ghosh: মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "আমাকে কেউ আমন্ত্রণ করেননি। ওখানকার কর্মীরা আমাদের নিমন্ত্রণ করেছেন। বলেছেন, দিলীপ দা আসুন, একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনব। আমি সেই কর্মী হিসাবেই যাচ্ছি সেখানে। নেতা হিসাবে নয়।

Dilip Ghosh: আমাকে দলের তরফে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিমন্ত্রণ করেনি, কর্মীরা করেছেন, বিস্ফোরক দিলীপ
দিলীপ ঘোষ (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 15, 2025 | 12:35 PM

কলকাতা: দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভায় কেউ আমন্ত্রণ জানাননি। ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কর্মীরা ডেকেছেন, তাই তিনি যাবেন। কর্মীদের সঙ্গেই তিনি প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন বলেও জানালেন।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমাকে কেউ আমন্ত্রণ করেননি। ওখানকার কর্মীরা আমাদের নিমন্ত্রণ করেছেন। বলেছেন, দিলীপ দা আসুন, একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনব। আমি সেই কর্মী হিসাবেই যাচ্ছি সেখানে। নেতা হিসাবে নয়। মঞ্চ থাকার বিষয়টি পার্টি বলবে। এখনও আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি। আমি জনতার মধ্যে থাকব।” তিনি আরও বলেন, “বেশ কয়েক বছর ধরে দিলীপ ঘোষ কর্মী হিসাবে থাকে, সমস্ত সভা সমিতিতে যায়।” রাজ্য বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও নিমন্ত্রণ যায়নি বলে জানালেন দিলীপ।

কিন্তু তাহলে আলিপুরদুয়ারের সভাতে কেন যাননি? তাঁর বক্তব্য আলিপুরদুয়ারের সভাতেও কেউ আমন্ত্রণ জানাননি। টিভিতে ভাষণ শুনেছেন। কিন্তু দুর্গাপুরের ক্ষেত্রে যেহেতু তিনি সেখানকার লোকসভার প্রার্থী ছিলেন, তাই যাচ্ছেন।

যদিও এই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ আসলে ওয়ার্ল্ড কাপ জিতলেন। কারণ আগে অমিত শাহর সভায় যেহেতু সুকান্ত-শুভেন্দু আসতে দেননি। কিন্তু এখন দিলীপ আবার ফিরে আসছেন। এটা বিজেপির অভ্যন্তরণী লড়াই।”

দিলীপের হয়ও সুর চড়িয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? তিনি পার্টির সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন।”